
ডেস্ক রির্পোট:- গাজা কর্তৃপক্ষ বলছে, ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরায়েল অব্যাহত হামলার মাধ্যমে সমঝোতাকে বহুবার ভঙ্গ করেছে। যুদ্ধবিরতি ঘোষণার পর গত এক মাসে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে।
গভর্নমেন্ট মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে ইসরায়েলি বাহিনী অন্তত ২৮২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই সময়ে তারা বিমান হামলা, আর্টিলারি গোলাবর্ষণ ও সরাসরি গুলি চালায়।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ৮৮ বার সাধারণ মানুষের ওপর গুলি চালানো হয়েছে, ১২ বার ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে বিভিন্ন পাড়া-মহল্লায় অভিযান চালানো হয়েছে, ১২৪ বার বোমা হামলা হয়েছে, ৫২টি আবাসিক ভবন ধ্বংস করা হয়েছে। এছাড়া একই সময়ে ইসরায়েল গাজা থেকে ২৩ জন ফিলিস্তিনিকে আটক করেছে।
এভাবে গণহত্যার মধ্যে ঘোষিত বিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে এবং ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করছে। এর ফলে ইতোমধ্যেই বিপর্যস্ত গাজার সাধারণ মানুষের দুর্ভোগ আরো গভীর হচ্ছে।