শিরোনাম
নাজমা আশরাফীকে রাঙ্গামাটির ডিসি নিয়োগসহ ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ গাজায় ধ্বংস প্রায় ৩ লাখ বাড়ি, তাঁবুতেই শীত কাটাচ্ছেন লাখো ফিলিস্তিনি আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, দেশে ১ কোটি ৩৮ লাখ রোগীর চাপ হাসপাতালে রাখাইনের নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া মিয়ানমার জান্তা রাঙ্গামাটির রাজস্থলীতে ছাদ থেকে পড়ে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু বান্দরবান ডায়াবেটিস হাসপাতালের কার্যক্রম সমপ্রসারণের উদ্যোগ জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা রাঙ্গামাটিতে আন্দোলনের মুখে ২১ নভেন্বর পরীক্ষার তারিখ নিধারন রাঙ্গামাটির কাপ্তাই লেকে প্রমোদতরী চালুর বিষয়ে ভাবা হচ্ছে : নৌপরিবহন উপদেষ্টা

রাঙ্গামাটির রাজস্থলীতে ছাদ থেকে পড়ে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ছাদ থেকে পড়ে রেখা চৌধুরী (৬০) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রেখা চৌধুরী রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের সহকারী শিক্ষিকা ছিলেন। সম্প্রতি তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তাঁর মৃত্যুতে সহকর্মী শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রেখা চৌধুরী নিজ বাড়ির দ্বিতীয় তলার ছাদে একা অবস্থান করছিলেন। কোনো এক সময় অসাবধানতাবশত তিনি পা পিছলে নিচ তলার ছাদে পড়ে যান। যেহেতু তখন তিনি একা ছিলেন, তাই সঙ্গে সঙ্গে কেউ বিষয়টি টের পাননি।

রাত ১১টার দিকে ছোট ছেলে রানা চৌধুরী বাড়িতে ফিরে এসে দরজায় বারবার নক করেও কোনো সাড়া না পেয়ে বিকল্প পথে ছাদে উঠে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি কাকাতো ভাই অমরনাথ চৌধুরী ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আহত রেখা চৌধুরীকে চন্দ্রঘোনার খ্রিষ্টান মিশন হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

রেখা চৌধুরীর স্বামী মৃত দীলিপ চৌধুরী ছিলেন রাজস্থলী উপজেলার সাবেক সমবায় কর্মকর্তা ও এলাকার সুপরিচিত সমাজসেবক। তাঁর মৃত্যুর পর থেকে রেখা চৌধুরী সন্তানদের নিয়েই সংসার সামলাচ্ছিলেন।

একজন আদর্শ শিক্ষক ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে তিনি গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় ও রাজস্থলীর শিক্ষা অঙ্গনে অত্যন্ত শ্রদ্ধার ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে রাজস্থলী জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শিক্ষকসহ স্থানীয় সমাজের বিশিষ্টজনেরা রেখা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা বলেন,“রেখা ম্যাডাম শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন মানবিক, স্নেহশীলা এবং শিক্ষার্থীদের কাছে মা-সুলভ একজন মানুষ। তাঁর চলে যাওয়া রাজস্থলীর শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions