
খাগড়াছড়ি:- খাগড়াছড়ির পার্বত্য জেলার রামগড়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী। পরে সেনাবাহিনীর টহল দল অস্ত্রসহ সন্ত্রাসীকে রামগড় থানায় হস্তান্তর করে।
রবিবার (৯ নভেম্বর) উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লালছড়ি গরুকাটা এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃত সন্ত্রাসীর নাম দুর্গা চাকমা ওরফে নয়ন (৩৫)। তিনি ইউপিডিএফের সশস্ত্র সদস্য এবং গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলার সাবেক সভাপতি বলে জানা গিয়েছে। তার বাড়ি গরুকাটা এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, সিএনজি থেকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখানোর সময়ে বিক্ষুব্ধ জনতা দুর্গা চাকমাকে ধরে খারগাবিল বাজার এলাকায় নিয়ে আসে। পরবর্তীতে স্থানীয় জনগণ বিষয়টি সেনাবাহিনী, আর্টিলারি সিন্দুকছড়ি জোন কর্তৃপক্ষকে অবহিত করলে ক্যাপ্টেন তানজিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল দুর্গা চাকমাকে অস্ত্রসহ আটক করে। এরপর তাকে রামগড় থানায় হস্তান্তর করে দেওয়া হয়।
রামগড় থানার ওসি জানান, আটককৃত দুর্গা চাকমার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ইউপিডিএফ এই এলাকায় প্রভাব বিস্তার চালাচ্ছে এবং বিভিন্ন সময়ে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় বাঙালি জনগোষ্ঠীর জীবনযাত্রায় বাধা সৃষ্টি করছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের চাঁদাবাজি, সন্ত্রাসী ও অস্ত্র বাণিজ্যের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে আসছে।