শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে সেই হাতি শাবকের মরদেহ ৬ দিন পর উদ্ধার খাগড়াছড়িতে ধর্ষণের শিকার চাকমা শিক্ষিকা পুলিশকে লোমহর্ষক ধর্ষণের বর্ণনা দিলেন কর্মরত প্রতিনিধি না রেখে চূড়ান্ত হচ্ছে পুলিশ কমিশন,মাঠ পুলিশে ক্ষোভ কড়া বার্তা বিএনপির একের পর এক গুলি করে হত্যা, কে এই ‘দুর্ধর্ষ রায়হান’ রাঙ্গামাটিতে পাহাড় কাটার সময় মাটি ধসে শ্রমিক নিহত বান্দরবানের বলিবাজারে আগুনে পুড়লো ১৩ দোকান রাঙ্গামাটির জুরাছড়িতে এইচএসসি উত্তীর্ণদের সেনা জোনের সংবর্ধনা রাঙ্গামাটির ছোট হরিণায় বিজিবি’র বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ রাঙ্গামাটির জুরাছড়ি জোন কর্তৃক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান

খাগড়াছড়িতে ধর্ষণের শিকার চাকমা শিক্ষিকা পুলিশকে লোমহর্ষক ধর্ষণের বর্ণনা দিলেন

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পার্বত্য চট্টগ্রামে উপজাতি কতৃক উপজাতি ধর্ষণের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। যা পাহাড়ে উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। সর্বশেষ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় এক চাকমা নারী শিক্ষিকা ধর্ষণের শিকার হয়েছেন লিটন ত্রিপুরা নামের এক যুবকের হাতে।

রবিবার (২৬ অক্টোবর) থানায় এসে নিজ মুখে সে লোমহর্ষক ঘটনার বর্ণনা দিলেন চাকমা শিক্ষিকা। চাকমা শিক্ষিকা বলেন, আমি গতকাল আমার এক ফ্রেন্ডের একটি প্রোগ্রাম শেষ করে বাঙালী বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়। কিছুক্ষণ পর দেখি একটা ত্রিপুরা ছেলে আমাদের পিছু নিচ্ছে। এরপর আলুটিলা পর্যটন কেন্দ্র তারেং চুমুই এলাকায় সেনাবাহিনীর ঐখানে যাওয়ার সময় বাইক ঘুরাতে গিয়ে গর্তে পরে গেলে ত্রিপুরা ছেলে আমার বন্ধুর বাইকের চাবি নিয়ে যায়। চাবি নিয়ে ত্রিপুরা ছেলে আমাকে বলতেছে তুমি এখানে কি? আমি বলছি, আমি একজন শিক্ষক, এটা আমার ফ্রেন্ড। এটা বলার পরেও আমার মোবাইল নিয়ে ফেলছে। মোবাইল নিয়ে আমার হোয়াটস আপ ও ম্যাসেঞ্জার সব চেক করছে। চেক করে কিছু পায়নি। কোন অবৈধ কিছু আছে কিনা চেক করছে’।

‘মোবাইল চেক করার পর আমাকে বলতেছে তুই আমার সাথে চল উপরে আর আমার ফ্রেন্ডকে বলতেছে তুমি থাকো নিচে থাকো। পরে জোর করে আমাকে উপরে তুলছে। ও আমাকে পিস্তল আর লোকজনের ভয় দেখিয়ে বলে কোন কথা হবে না, একদম চুপ। আমার সাথে আরও ৪, ৫ জন লোক আছে। সাথে কিন্তু পিস্তল আছে বেশি কথা বললে গুলি করে দিবো। এটা বলার পর আমি ভয় পেয়ে গেছিলাম। আমার মোবাইলও ছিলো উনার হাতে (লিটন ত্রিপুরার হাতে)’।

লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়ে শিক্ষিকা বলেন, ‘এরপর আমাকে জোর করে জঙ্গলে নিয়ে যায়। এবং আমাকে বলে এখন আমি যা বলি তাই করতে হবে। আমিতো স্যার ভয় পেয়ে গেছি, এক পর্যায়ে আমি হাতে পায়ে ধরি উনাকে বলছি দাদা আপনি যদি টাকা চান আমি আপনাকে টাকা দিব। এটা বলার পরে বলছে, আগে আমার সাথে তোমার শারীরিক সম্পর্ক করতে হবে। এবং আমাকে বলতেছে বাঙ্গালিদের সাথে যদি করতে পারো আমার সাথে করতে পারবে না? কিন্তু উনি কখনো এর আগে আমাদের দেখেন নাই। শুধুমাত্র বাইকে আমাদের দেখেছে। এরপর আমাকে বলছে, তোমার প্যান্ট খুলো না হলে সমস্যা হবে। আমি হাতে পায়ে ধরলেও সে আমার কথা না শুনে জোর পূর্বক আমাকে ধর্ষণ করে। এরপরও আমাকে ছাড়তে চায় না। এক পর্যায়ে আমি হাতে পায়ে ধরে বলছি টাকা দিবো আমাকে ছেড়ে দিন। তখন সে আমার কাছে দশ হাজার টাকা নগদ চায়। আমাকে বলে দশ হাজার টাকা দিলে আমি ছেড়ে দিব। আমি বলছি, আমার বিকাশে টাকা নেই। আমি আপনাকে ক্যাশ করে দিবো, আমাকে আপনার নম্বরটা দেন। লিটন ত্রিপুরা বললো নম্বর দিলে জানাজানি হয়ে যাবে।

টাকার জন্য জঙ্গল থেকে আমাকে রাস্তায় নিয়ে আসলে দেখি আমার ফ্রেন্ড নাই। পরে আমাকে বলে তোর বাঙ্গালি ছেলে ফ্রেন্ড কই। আমি বললাম, আমিতো জানি না আমি ফোন দিয়ে দেখি। ফোন দিয়ে আমার বন্ধু আরিফকে বলছি যে, সে আমার কাছে দশ হাজার টাকা নগদ চাচ্ছে। তুমি টাকা ব্যবস্থা করতে পারবে? ও বলতেছে তুমি দাঁড়া আমি আসতেছি, এটা বলার পরে ও আসছে। ও এসে বলতেছে দাঁড়াও আমি দিচ্ছি দুই মিনিট দাঁড়া এরপর দেখি সেনাবাহিনী চলে আসছে। ও সেনাবাহিনীকে ডাকতে গিয়েছে। এরপর সেনাবাহিনী লিটন ত্রিপুরাকে ধরে জিজ্ঞাসাবাদ করছে ও প্রথমে স্বীকার করতে রাজি হয়নি উলটো ও বাঙালি ছেলের উপর দোষ দিয়ে বলে ও ও নাকি ধর্ষণ করছে। এরপর আমাকে জিজ্ঞাসা করলে আমি সত্যিটা বলি। তারপর সেনাবাহিনী লিটন ত্রিপুরাকে ধরে পুলিশের কাছে দিয়ে দেয়। আমি লিটন ত্রিপুরার শাস্তি চাই।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পানছড়ি উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (২৯) সহকারী শিক্ষিকা বান্ধবীর বিয়ের অনুষ্ঠান শেষ করে বন্ধুকে নিয়ে সন্ধ্যায় আলুটিলা পর্যটন কেন্দ্র তারেং চুমুই এলাকায় ঘুরতে গেলে রাত ৮টায় লিটন ত্রিপুরা নামে এক মোটরসাইকেল চালকের হাতে ধর্ষণের শিকার হন ওই শিক্ষিকা। পার্বত্যনিউজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions