ডেস্ক রির্পোট:- চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপি দাশ (২৫) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. তামিম নামে আরেক ছাত্রদল কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরী হাটের দাতারাম সড়কে এ ঘটনা ঘটে।
নিহত অপি দাশ উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি। তিনি জানান, ছুরিকাঘাতে অপির ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এছাড়া ছাত্রদল কর্মী তামিম গুরুতর আহত হয়েছেন। তামিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
অপি দাশ চিকনদণ্ডী ইউনিয়নের বনিক পাড়া এলাকার মিন্টু দাশের ছেলে। অপি দাশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের অনুসারী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘটনাস্থল থেকে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।