শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ও বঙ্গলতলীতে ৬ দিন পর নেটওয়ার্ক ফিরেছে বান্দরবানে জলপ্রপাতে নিখোঁজের দুদিন পর পর্যটকের লাশ উদ্ধার রাঙ্গামাটিতে বুনো হাতির আক্রমণে ২ নারীর মৃত্যু ‘এক মাসে ২৮২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল’ মানবতাবিরোধী অপরাধ,আজ হাসিনার মামলার রায় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী ও গণহত্যা মামলার রায় ঘিরে হাই অ্যালার্ট জারি ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ডিসি-ইউএনও পাহাড়ে অবৈধ ভিওআইপি পরিচালনা, দুই চীনা নাগরিকসহ ৩ জন কারাগারে

বান্দরবানে পর্যটন দিবসে ময়লা ছিটিয়ে পরিষ্কার অভিযানের ভিডিও ভাইরাল

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আগে কৃত্রিমভাবে ময়লা ছিটিয়ে পরে তা পরিষ্কার করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে হওয়া এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেঘলা পর্যটন কেন্দ্রে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী পলিব্যাগ ভর্তি বোতল ও ময়লা-আবর্জনা ছিটিয়ে দিচ্ছেন। এরপর জেলা প্রশাসকের উপস্থিতিতে প্রশাসনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা সেই ময়লা পরিষ্কার করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই স্থানীয় ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু করেন।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ভিডিওটি দেখার পর আমি বিষয়টি জানতে পারি। আমার এক কর্মচারী সাংবাদিকদের বলছিল যে, এখানে তো তেমন ময়লা নেই, পরিষ্কার করার মতো কিছু নেই, ম্যাডাম কি পরিষ্কার করবেন?। তখন কেউ কেউ মজা করে কিছু ময়লা ছিটাতে বলেন, আর কর্মচারীরাও হাসতে হাসতে তা করে। আমরা অন্যদিকে ব্যস্ত থাকায় বিষয়টি খেয়াল করিনি। ওয়েব ভিডিওর দুইটি সিন মিলিয়ে দেখুন—ওখানে আসলেই কোনো ময়লা ছিল না।

তিনি আরও বলেন, তবুও এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা বুঝতে পারেনি যে, এটি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions