শিরোনাম
এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা, রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান,খাগড়াছড়িতে ওয়াদুদ ভুইয়া ও বান্দরবানে সাচিং প্রু বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ পাহাড়ে সন্ত্রাসীরা বছরে ১২০০ কোটি টাকা চাঁদা আদায় করে: এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন সমঝোতার পথ খুঁজছে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬ বিএনপির পাশে শক্ত অবস্থানে মিত্ররা

রাঙ্গামাটি শহরে মাদকাসক্ত স্বামী ছুরিকাঘাতে স্ত্রীর ভূড়ি বের করে দিলো

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরে দাম্পত্য কলহের জের ধরে ধারালো ছুরির আঘাতে স্ত্রীর পেটের ভূড়ি বের করে দিয়েছে বখাটে স্বামী রাব্বি। বুধবার রাতে শহরের কাঠাঁলতলী এলাকায় ভিকটিম রিনির পিত্রালয়ে এই ঘটনা ঘটিয়ে বখাটে মাদকাসক্ত স্বামী পালিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় কোতয়ালী থানা পুলিশ গুরুত্বর রক্তাক্ত অবস্থায় রিনিকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেছে।

এদিকে, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর খান জানিয়েছেন, পেটের নাড়িভূড়ি বের হওয়া গুরুত্বর আহত অবস্থায় এক নারীকে নিয়ে আসলে আমরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠিয়েছি।

আহত ভিকটিম নারীর বড় ভাই প্রতিবেদককে জানিয়েছেন, বিগত তিন বছর আগে রাঙ্গামাটি শহরের তবলছড়ির খান মসজিদ এলাকার আব্দুস সালাম (২৮) রাব্বির সাথে কাঁঠালতলী এলাকার মৃত: নজরুল ইসলামের কন্যা নওরীন আক্তার রিনির (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী বখাটেপনার পাশাপাশি মাদকাসক্ত হয়ে পড়ে।

পেশায় ফার্নিচারের ফুল মিস্ত্রি হলেও সে মাসের অর্ধেক সময় কাজ না করে মাদক সেবনেই ব্যস্ত থাকতো এবং স্ত্রীকে মারধর করতো। মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে নাপেরে ভিকটিম রিনি গত কিছুদিন আগে নিজ পিত্রালয়ে চলে আসে।

এরপর থেকে স্বামী রাব্বীও শশুরালয়ে এসে স্ত্রীর সাথে দেখা করতো। বুধবার দিবাগত রাতে স্বামী এসেই স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যেতে চাইলে উভয়েই বাকবিতন্ডা জড়িয়ে পড়ে।

এসময় মাদকাসক্ত স্বামী রাব্বি তার সঙ্গে নিয়ে আসা ধারালো ছুরি দিয়ে নিজ স্ত্রী রিনি’র তলপেটে আঘাত করলে সাথে সাথেই পেটের ভেতর থেকে নাড়ি-ভুড়ি বের আসে। এসময় রক্তক্ষরণে রিনি গুরুত্বর আহত হয়ে পড়লে তাকে রেখেই স্বামী রাব্বি পালিয়ে যায়।

পরে স্থানীয়রা কোতয়ালী থানা পুলিশের সহায়তা নিয়ে মুমুর্ষ অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এই ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি ঘাতক স্বামীকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions