রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে সুশাসনের জন্য নাগরিক-সুজনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্টা করতে হবে। গণতন্ত্রের মূলকথা সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন। সুশাসন প্রতিষ্টার পূর্বশর্ত সুস্থ ধারার জনকল্যাণমুখী রাজনীতি। সরকার সুষ্ঠুভাবে তখনই দেশ পরিচালনা করতে পারে যখন সেই সরকার নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক ভূমিকা রাখে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে নেওয়া যাবে না। তাই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশকে দুর্বৃত্তায়ন রাজনীতির কবল থেকে মুক্ত করে আদর্শভিত্তিক জনকল্যাণমুখী রাজনীতি ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক দলসহ সমাজের সকল শ্রেনী পেশার নাগরিকদের সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হলে রাষ্ট্রের সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে।
সুশাসনের জন্য নাগরিক-সুজন’র পরিচিতি ও সুশাসন প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক-সুজন রাঙ্গামাটি জেলা কমিটি এই সভার আয়োজন করেছে।
শনিবার ( ৩০আগষ্ট) সকালে রাঙ্গামাটির আশিকা কনফারেন্স রুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সুজন রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীননাথ তংচংগ্যা। এতে স্বাগত বক্তব্য রাখেন সুজন রাঙ্গামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক এম জিসান উদ্দিন বখতিয়ার।
মতবিনিময় সভায় বক্তারা আরো বলেছেন, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় এলেও শেখ হাসিনা এক স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছিলেন। তাঁর সরকারের নেওয়া দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে জনরোষ থেকে একটি গণ অভ্যুত্থান ঘটে, যার ফলে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন। কিন্তু সময়ের সঙ্গে তিনি এমন একটি শাসনব্যবস্থা কায়েম করেন, যা মানুষের অধিকার হরণ করেছে ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছে। এজন্য সুশাসন প্রতিষ্টার পরিবেশ সৃষ্টি করতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার,বিএনপির জেলা সভাপতি দীপন তালুকদার , কমিউনিষ্ট পাটির রাঙ্গামাটি জেলার সাধারন সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, এনসিপির রাঙ্গামাটি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন চাকমা, যুগ্ম সমন্বযকারী জাহিদুল ইসলাম জাহিদ, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সাধারন সম্পাদক শান্তি বিজয় চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক সমিতি’র সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ সোলাইমান, ,সনাাকের জেলা সমন্বয়কারী বেনজিন চাকমা প্রমুখ।