শিরোনাম
 রাঙ্গামাটিতে ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক কথকতা অনুষ্ঠান ছয় মাসে নির্যাতনে নিহত শিশুর সংখ্যা ১৯৩৩ জন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা,নির্বাচনের তফসিল ডিসেম্বরে ওষুধের চড়া দামে নাজেহাল ক্রেতা লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জনসহ ১৫ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ রাঙ্গামাটির তেগামুখ স্থলবন্দরসহ ৩ স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা,একটির কার্যক্রম স্থগিত পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৪৭ সন্ত্রাসী খাগড়াছড়িতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুদকের অভিযান অতিরিক্ত শুল্কের চাপে বন্ধ হচ্ছে ভারতের বড় শহরের পোশাক উৎপাদন নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ

ছয় মাসে নির্যাতনে নিহত শিশুর সংখ্যা ১৯৩৩ জন

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু নির্যাতন। চলতি বছরের প্রথম ছয় মাস পর্যন্ত নির্যাতনে নিহত হয় এক হাজার ৯৩৩ শিশু। এর মধ্যে ধর্ষণের শিকার দুই হাজার ৭৪৪ জন এবং বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয় দুই হাজার ১৫৯ জন।

‘বাংলাদেশে শিশু নির্যাতন : একটি সাম্প্রতিক পর্যালোচনা’ বিষয়ক সভায় এসব তথ্য উঠে এসেছে। দেশের পাঁচটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এ গবেষণা প্রতিবেদন তৈরি করে।

শিশু কল্যাণ পরিষদের পক্ষ থেকে আরো জানানো হয়, বর্তমানে প্রায় এক লাখ ৫১ হাজার শিশু নির্যাতনসংক্রান্ত মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, যা ভুক্তভোগী পরিবারগুলোর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর তোপখানা রোডে পরিষদের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন ড. হামিদুল হক। তিনি জানান, শিশু নির্যাতনের ঘটনা পরিবার ও সমাজ- উভয় পরিসরে ঘটছে। বিশেষ করে জেলা শহরগুলোয় সচেতনতা বৃদ্ধির জন্য কমিউনিটি ও স্কুলভিত্তিক কার্যক্রম জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইন ও শিশু আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন- ফোরামের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম, যুগ্ম সম্পাদক নাসের ইকবাল জাদু, নির্বাহী সদস্য ও নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন ও পরিচালক খন্দকার রিয়াজ হোসেন।

বক্তারা শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ এবং জাতিসংঘের শিশু অধিকার সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান। সেই সঙ্গে একটি শিশুবান্ধব সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions