শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার, প্রথম সপ্তাহে রাজস্ব কোটি টাকা ছাড়িয়েছে পাহাড়ে হেডম্যান প্রতিবেদনের অজুহাতে মৌজার জায়গা নিয়ে ষড়যন্ত্র রাঙ্গামাটিতে অপারেশন ডেভিলহান্টে জেলা যুবলীগ নেতা মিজান গ্রেফতার আদিবাসী অ-আদিবাসী নিয়ে সুচিন্তিতভাবে শয়তানি করা হচ্ছে : তারেক রহমান মারমা সম্প্রদায়কে বাদ দিয়ে বিশেষ গোষ্ঠী সুবিধা নিচ্ছে,মারমা ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটি গঠন রাঙ্গামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রাঙ্গামাটির দুই মোবাইল দোকান থেকে ৯০টি ফোন চুরি রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ৬ হাজার পরিবার পানিবন্দি,চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ লেবাননে যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, নিহত ২৪৫ পার্বত্য অঞ্চল-ভারত-মিয়ানমারের একটি অঞ্চল নিয়ে বৈশ্বিক শক্তির পরিকল্পনা আছে: সালাহউদ্দিন

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নারীর পা বিচ্ছিন্ন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯৫ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে এক পাহাড়ি নারীর বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতের নাম লাকি সিং (২৪)। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহত নারী উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছ বুনিয়া গ্রামের বাসিন্দা সুমং কার্বারীর মেয়ে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তের ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় পাহাড়ি সবজি বাঁশ কোড়ল সংগ্রহে মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়ে। এসময় সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে লাকি সিং নামে এক পাহাড়ি নারীর বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, নিকুছড়ি সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক নারী আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঐ নারীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জেনেছি। উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত দুই মাসে একই সীমান্ত এলাকায় অন্তত ৯ জন পুরুষ ও একজন পাহাড়ি নারীর পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions