রাঙ্গামাট:- রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শহীদুল ইসলামকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মঙ্গলবার দিনগত মধ্যরাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে শহরের কলেজগেট এলাকার নিজ বাড়ির সামনে থেকে আওয়ামী লীগের এ নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদ শেষে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। তাকে ডেভিল হান্টের অভিযানে আটক দেখানো হয়েছে। বুধবার দুপুরে আটক আওয়ামী লীগের নেতাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।