শিরোনাম
ইউপিডিএফ সন্ত্রাসী মংসানু মারমাসহ গ্রেপ্তার–৭: এলাকায় স্বস্তি তিব্বতে বিশাল বাঁধ নির্মাণ প্রকল্প উদ্বোধন চীনের, উদ্বিগ্ন ভারত ও বাংলাদেশ খাগড়াছড়িতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু “পাহাড়ে বাঙালী জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সঙ্গে বিভেদ তৈরি করে রাখা হয়েছে”—নাহিদ ইসলাম ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু পাহাড়ে ‘খেয়ালখুশি’মতো রিসোর্ট রাঙ্গামাটির জেলা প্রশাসনের নির্দেশে দেয়ালে জুলাই বিপ্লবের বিজয় গাথা পার্বত্য চুক্তির বড় সমস্যাগুলো সমাধানের পথ খুঁজছি : পরাষ্ট্র উপদেষ্টা ওষুধের মেয়াদ নিয়ে উদাসীনতা, বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন ২৮ শিশুর মৃত্যু : ইউনিসেফ

ভারতীয় সংবাদমাধ্যমের খবরটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত : আইএসপিআর

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩৫ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- বাংলাদেশের দক্ষিণ–পূর্বাঞ্চলে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণা করা হচ্ছে দাবি করে ভারতীয় সংবাদমাধ্যমে যে সংবাদ প্রচার হয়েছে, তাকে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর– আইএসপিআর। গতকাল রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, ‘বাংলাদেশ সরকার কক্সবাজার–থেকে বান্দরবান পর্যন্ত মিলিটারি অপারেশনস জোন ঘোষণা করতে যাচ্ছে’ শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ যে খবর ছেপেছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা।’ খবর বিডিনিউজের।

আইএসপিআর বলছে, ‘প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী ‘সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে’ – এ ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা একেবারে ভিত্তিহীন, অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার।’ প্রমাণবিহীন এ ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উসকে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে মনে করে আইএসপিআর। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না।

এ ধরনের প্রতিবেদনকে বানোয়াট হিসেবে তুলে ধরে আইএসপিআর বলছে, ‘এটাকে সাংবাদিকতা বলা যায় না; এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুৎসা রচনার অংশ। বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions