চট্টগ্রামের পোশাক কারখানায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের ইউনিফর্ম তৈরি হচ্ছিল, গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৮৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রামের একটি পোশাক কারখানা থেকে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২০ হাজার ৩০০ পিস পোশাক (ইউনিফর্ম) উদ্ধার করেছে পুলিশ।

১৭ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় পোশাক কারখানাটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি রোববার (২৫ মে) জানাজানি হয়। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। তবে সিএমপির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন- সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। পুলিশ জানিয়েছে, সাহেদুল ইসলাম কারখানা মালিক। অন্য দুইজন পোশাকগুলো তৈরির অর্ডার এনেছিলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘এই ধরনের কোনো ঘটনা নেই। এটি ভিত্তিহীন খবর।’

তবে নাম প্রকাশ না করার শর্তে সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা কিছু ইউনিফর্ম জব্দ করেছি। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

পোশাক উদ্ধারের ঘটনায় ১৮ মে চারজনকে আসামি করে নগরের বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের এসআভ ইকবাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত মার্চে পোশাকগুলো কারখানাটিতে অর্ডার দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহলাসিন মারমা ওরফে মং নামে একজনের কাছ থেকে দুই কোটি টাকা চুক্তিতে পোশাকগুলো তৈরির অর্ডার নেন। মংহলাসিনকে কেএনএফ সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যান। চলতি মাসে পোশাকগুলো সরবরাহের কথা ছিল। সুত্র: সমকাল

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions