রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের একজন কর্মচারীর বঁড়শিতে ধরা পড়লো ২৬ কেজি ওজনের কোরাল মাছ। যা ৩০ হাজার টাকায় বিক্রয় করা হয়। বুধবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাওয়ার হাউজের পানি নির্গমন চ্যানেলে মাছ শিকার করতে গিয়ে কোরালটি শিকার করা হয়।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের সহকারী পরিচালক সাখাওত কবির (নিরাপত্তা ও অনুসন্ধান) জানান, আমাদের সৌখিন কর্মচারী মো. মনিরুজ্জামান বড়শিতে মাছ শিকার করতে গিয়ে উক্ত ২৬ কেজি ওজনের কোরাল তার বড়শিতে ধরা পড়ে। পরে মাছটি সকলে মিলে ৩০ হাজার টাকায় ক্রয় করা হয়।
কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর উপকেন্দ্র প্রধান মো: জসিম উদ্দিন জানান, এর আগে ৩৫ কেজি ওজনের কোরাল মাছ জেলেদের জালে ধরা পড়েছিল।