খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে পুলিশের ডেভিল হান্ট অপারেশনের আওতায় বঙ্গবন্ধু সৈনিক লীগ, ছাত্র লীগ ও শ্রমিক লীগের শীর্ষ পর্যায়ের চার নেতা আটক হয়েছে।
শুক্রবার রাত থেকে পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে সামনে ঈদ-উল ফিতর ও বৈসাবি উৎসবকে সামনে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, দীঘিনালা উপজেলা বঙ্গবন্ধু লীগের সভাপতি সেলিম, দীঘিনালা উপজেলা যুবলীগের সন্ত্রাসী মুজিবুর রহমান ফরাজী। মাটিরাঙা পৌর শ্রমিক লীগের সাধারন আবুল কালাম আজাদ ও নিষিদ্ধ ঘোষিত খাগড়াছড়ি ছাত্রলীগের সন্ত্রাসী নাজমুল।
এর মধ্যে ছাত্রলীগ সন্ত্রাসী মো: নাজমুলকে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বর থেকে গ্রেফতার করা হয়। সে খাগড়াছড়ি সদরে আওয়ামী লীগের সন্ত্রাসী পলাতক মো: শরিফ ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানান, পুলিশের বিশেষ অভিযানে উপজেলা বন্ধু সৈনিক লীগের সভাপতি সেলিম (৪০) উপজেলার বোয়ালখালী ইউনিয়নের কাঠাঁলতলী এলাকার শাহ আলমের ছেলে। একই দিন অভিযান চালিয়ে দীঘিনালা উপজেলা যুবলীগের সন্ত্রাসী মুজিবুর রহমান ফরাজী গ্রেফতার করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, নাশকতার প্রস্তুতিকালে পুলিশের অভিযানে মাটিরাঙা পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলে বলেন, সামনে ঈদ-উল ফিতর ও বৈসাবি উৎসবকে সামনে রেখে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী নানা নাশকতার পরিকল্পনা করছে। সু-নিনিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে।