শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে সিএইচটি ডিফেন্স ফোর্স নামে নতুন সশস্ত্র সংগঠনের জন্ম– করুণালংকার ভান্তে খাগড়াছড়িতে দুবৃর্ত্তদের গুলিতে সুবি ত্রিপুরা নিহত ও এক নারী আহত আদিবাসী স্বীকৃতির দাবিকে দেশবিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে পিসিসিপির স্মারকলিপি প্রদান শেখ হাসিনা-রেহানা পরিবারের আরও ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ রাঙ্গামাটিতে পুলিশি অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার রাঙ্গামাটিতে বজ্রপাতে যুবকের মৃত্যু রাঙ্গামাটিতে বিএনপির দু’পক্ষের মারামারি আহত ৩ কর্ণফুলী টানেলে এক বছরে লোকসান ১শ কোটি টাকা অনৈতিক বিপণন চর্চায় লাগামহীন ওষুধের দাম জাবিতে ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার, সাময়িক বরখাস্ত ৯ শিক্ষক

পার্বত্য চট্টগ্রামে সিএইচটি ডিফেন্স ফোর্স নামে নতুন সশস্ত্র সংগঠনের জন্ম– করুণালংকার ভান্তে

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩০৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সিএইচটি ডিফেন্স ফোর্স নামে পার্বত্য চট্টগ্রামে একটি নতুন সশস্ত্র সংগঠনের জন্ম হয়েছে বলে দাবি করেছেন তথাকথিত স্বাধীন জুম্মল্যান্ডের স্বঘোষিত পররাষ্ট্রমন্ত্রী করুণা লঙ্কার ভান্তে। দিল্লিতে বসবাসকারী খাগড়াছড়ির জেলার বাসিন্দা এই করুণা লঙ্কার ভানতে নিজের ফেসবুক মনোগিৎ জুম্মা নামক আইডি থেকে আজ ১৯ মার্চ বুধবার পোস্ট করা এক বার্তায় তিনি এ দাবি করেছেন।

‘CHT Defence Force গঠন নিয়ে সংক্ষিপ্ত বিশ্লেষণ’ শিরোনামে পোস্টে তিনি লিখেছেন,

“ইউপিডিএফ (প্রসিত) দলের নতুন করে বিভক্ত করার নতুন ষড়যন্ত্রকে আড়াল করার জন্য মিঃ বোধিমিত্র চাকমা এবং মিঃ সঞ্চয় চাকমারা ফেসবুকে PCJSS বিরোধী বেশী লাফালাফি করতেন)

“ইউরোপ থেকে এক গোপন তথ্যে জানা গেছে যে, ৭ মার্চ ২০২৫ সাল, জেনেবায় মি. বোধিমিত্র চাকমা এবং সুইজারল্যান্ডে প্রবাসী মি. সঞ্চয় চাকমার মধ্যে এক গোপন মিটিং আয়োজন করা হয়। সেই বৈঠকে ‘CHT Defence Force (CHTDF)’ নামক একটি নতুন সশস্ত্র সংগঠন গঠন করেছেন তা’রা। তা’দের পিছনে দক্ষিণ কোরিয়া থেকে মি. রনেল চাকমা (ননী); আমেরিকায় নিউয়র্কে প্রবাসী থেকে মি. পেরিস চাকমা এবং কানাডায় শরনার্থী হওয়ার প্রত্যাশী প্রজ্ঞা তাপস চাকমাসহ ইউপিডিএফ (প্রসিত) দল থেকে কয়েকজন মধ্যম সারির নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে। আর তা’দের সংস্থাটি গঠনের পিছনে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা ISI-এর গোপন হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মূলতঃ ইউপিডিএফ (প্রসিত) দলের যুদ্ধ ও সাংগঠনিক কৌশলসহ অগ্রগতি নিয়ে প্রসিত বিকাশ খীসা ও রবি শংকর চাকমা’র উপর দীর্ঘদিন ধরে খুবই অসন্তুষ্ট অবস্থায় রয়েছেন মি. বোধিমিত্র চাকমা, মি. সঞ্চয় চাকমা, মি. রনেল চাকমা (ননী), মি. পেরিস চাকমা এবং প্রজ্ঞা তাপস চাকমাসহ ইউপিডিএফ (প্রসিত) দল থেকে কিছু সংখ্যক মধ্যম সারির নেতা-কর্মী। এবং সেরুপ হতাশা তা’দের পোস্টগুলোতে প্রতিফলন ঘটেছে। তাই তা’রা ‘CHT Defence Force (CHTDF)’ নামক একটি নতুন সশস্ত্র সংগঠন গঠন করেছেন বলে জানা গেছে।

“তাহলে ইউপিডিএফ (প্রসিত) দলের নতুন করে বিভক্ত করার নতুন ষড়যন্ত্রকে আড়াল করার জন্য মি. বোধিমিত্র চাকমা এবং মি. সঞ্চয় চাকমারা ফেসবুকে PCJSS বিরোধী বেশি লাফালাফি করতে পরিলক্ষিত হতো কি?

“উত্তরে বিশ্লেষণ করলে যা পাওয়া যায় তা হল, মিন্না অ্যান্ট্রিম-এর বক্তব্য হচ্ছে ‘Between flattery and admiration there often flows a river of contempt’ অর্থাৎ ‘তোষামোদ এবং প্রশংসার মাঝে প্রায়শই অবজ্ঞার নদী বয়ে যায়।’ তদ্রুপ পিসিজেএসএস-ও তোষামোদ এবং প্রশংসার মাঝে প্রায়শই অবজ্ঞার নদীর মতো বয়ে চলে।

“তাই PCJSS-এর বিরোধিতা করে কোনো কিছু করা সম্ভব নয় বলে মি. বোধিমিত্র চাকমা এবং মি. সঞ্চয় চাকমারা খুবই ভালভাবে জানেন এবং বুঝেন। তাই তা’রা, ইউপিডিএফ (প্রসিত) দলের বিভক্ত করার নতুন ষড়যন্ত্রকে আড়াল করতে মি. বোধিমিত্র চাকমা এবং মি. সঞ্চয় চাকমারা ফেসবুকে PCJSS বিরোধী নিয়মিত লাফালাফি করতেন।

“অপরপক্ষে মি. বোধিমিত্র চাকমা এবং মি. সঞ্চয় চাকমা’র ইউপিডিএফ (প্রসিত) দলকে নতুন করে বিভক্ত করার নতুন ষড়যন্ত্রকে আড়াল করার জন্য কৌশলকে বুঝতে ব্যর্থ হয়ে প্রসিত বিকাশ খীসা ও রবি শংকর চাকমাসহ ইউপিডিএফ (প্রসিত) দল থেকে কিছু সংখ্যক মধ্যম সারির নেতা-কর্মীরা মি. বোধিমিত্র চাকমা এবং মি. সঞ্চয় চাকমা’র PCJSS বিরোধী বক্তব্যকে সমর্থন দিতেন এবং তা’দের দলে একমাত্র নেতা হিসেবে মেনে নিতেন।”

তবে মনোগিত জুম্মার এই দাবি অপর কোনো সূত্র দ্বারা ভেরিফাই করা সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions