ডেস্ক রির্পোট:- যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিসৌরি অঙ্গরাজ্যে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। শনিবার কর্তৃপক্ষ টর্নেডোর তাণ্ডবের এই তথ্য নিশ্চিত করেছে, এবং এখনো কয়েকটি অঞ্চলে উদ্ধার কাজ চলছে।
শক্তিশালী এই টর্নেডো শুক্রবার রাতে আঘাত হানে, যার ফলে মিসৌরি ও অন্যান্য অঞ্চলগুলোতে বৃহত্তর ক্ষয়ক্ষতি হয়েছে। মিসৌরি অঙ্গরাজ্যের গভর্নর সতর্ক করে দিয়েছেন যে, আরও টর্নেডো আঘাত হানতে পারে, ফলে স্থানীয়রা আরও বিপদের মুখে পড়তে পারেন। রাজ্যের জরুরি পরিষেবাগুলো উদ্ধার তৎপরতা চালাচ্ছে, এবং দুর্দশাগ্রস্ত লোকজনের সহায়তায় কাজ করছে।
মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোল জানায়, টহল দলের সদস্যরা এবং স্থানীয় সংস্থাগুলো অক্লান্ত পরিশ্রমে দুর্গতদের সহায়তা করছে। সিবিএস নিউজের রিপোর্টে বলা হয়, টেক্সাস এবং ওকলাহোমা অঙ্গরাজ্যেও টর্নেডো আঘাত হেনেছে। এসব অঞ্চলে ১০০টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে, এবং টর্নেডোর ফলে কয়েকটি ট্রাক উল্টে গেছে।
ওকলাহোমার ফরেস্ট্রি সার্ভিস জানিয়েছে, ৮৪০টি রোড ফায়ার ঘটেছে এবং এর ফলে ২৭ হাজার একর এলাকা পুড়ে গেছে। এসব এলাকায় এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ওকলাহোমার প্যানহ্যান্ডেল এলাকায় চরম আগুনের ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডো প্রাদুর্ভাবের উচ্চ ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে। আবহাওয়াবিদ ডেভিড রথ জানিয়েছেন, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ২৬টি টর্নেডো আঘাত হেনেছে এবং আরও শক্তিশালী বজ্রপাত হতে পারে।
এই টর্নেডো ও দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং জরুরি পরিষেবাগুলো এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স