শিরোনাম
চাঁদাবাজির ঘৃণ্য চক্রে বিপর্যস্ত পার্বত্য জনপদ আবারও কাশ্মীর সীমান্তে গোলাগুলি, চরম উত্তেজনা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি,৫০ হাজার চাকরিজীবীর যাচাই-বাছাই শেষ দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির ৯৭২ স্থাবর সম্পত্তি,বিপুল টাকা বিনিয়োগ করে পেয়েছেন গোল্ডেন ভিসা বান্দরবানে এক অফিসারকে গুলি করে ৫ লাখ টাকা লুট বান্দরবানে শিক্ষিকাকে পর্দা নিয়ে লাঞ্ছনা করার অভিযোগ রাখাইনে মানবিক করিডোর ইতিবাচক হতে পারে,কূটনৈতিক বিশেষজ্ঞদের সতর্ক আশাবাদ বজ্রপাতে ১৭ জনের মৃত্যু, এসএসটিএএফ’র উদ্বেগ চাঁদা আদায়কালে অস্ত্র ও চাঁদার সরঞ্জামসহ ইউপিডিএফ সদস্য আটক পাকিস্তানের সাথে কেন যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছে ভারত? নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ

মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে হাইকোর্টের রুল

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট;- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমার পাসপোর্ট চেয়ে আবেদন ৭ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে মাইকেল চাকমাকে পাসপোর্ট না দেওয়া কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে মাইকেল চাকমার পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল নোমান, আবদুল্লাহ মাহমুদ হাসান এবং মনিরা হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুর রহমান। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট একরামুল কবির ও অ্যাডভোকেট মো. ঈসা।

মাইকেল চাকমা নিখোঁজ হয়েছিলেন ২০১৯ সালের ৯ এপ্রিল। পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের সব জাতিসত্তার জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন তিনি বলে জানায় ইউপিডিএফ।

ইউপিডিএফের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ৯ এপ্রিল রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক মাইকেল চাকমা গুমের শিকার হন। ২০২৪ সালের ৭ আগস্ট ‘আয়নাঘর’ থেকে মুক্তি পান ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions