বাঘাইছড়ি রাঙ্গামাটি:- রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা মারিশ্যা জোন (২৭ বিজিবি) অসহায় ও দুস্থদের মাঝে ঢেউ টিন বিতরণ করেন।
আজ ১২ মার্চ বুধবার মারিশ্যা (২৭ বিজিবি) এর অধীনস্থ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায়
দোসর,নিউলংকর বিওপির, হড়ি মন্দিরে দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে ০৪ বান করে ঢেউ টিন, বিতরণ করেন
এসময় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে,
এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য কল্যাণমূলক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।