রাঙ্গামাটি:- রাঙ্গামাটির মানিকছড়ি চেকপোস্ট হতে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে ১জন পথচারী শিশুকে উদ্ধার করে মানিকছড়ি চেকপোস্টের হেফাজতে রাখে।
মানিকছড়ি চেকপোস্ট সূত্রে জানা যায়, মানিকছড়ি চেকপোস্টে অপরিচিত শিশুকে হাঁটাচলা করতে দেখে চেক পোষ্টে ডিউটিরত পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা শিশুটিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় খাগড়াছড়ি থেকে দুইজন লোক সিএনজি করে নিয়ে আসেন। মানিকছড়ি চেকপোষ্টে আসলে দুইজন লোক শিশুটিকে ফেলে চলে যায়। বর্তমানে বাঁচ্চাটি মানিকছড়ি চেকপোষ্টের পুলিশের হেফাজতে রয়েছে।
শিশুটির নাম- মনির (৮), পিতা- মোঃ হারুনুর রশীদ মাতা- মোছাঃ সুমী, খাগড়াছড়ি জেলা এবং নানার বাড়ি বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা হেডম্যান পাড়া বলে জানা যায়।