মোদীর কপালে চিন্তার ভাজঁ, সেভেন সিস্টার্স ক্ষুইয়ে দিশেহারা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মোদীর কপালে চিন্তার ভাজঁ, সেভেন সিস্টার্স ক্ষুইয়ে বসেছেন তিনি? এমন কথাবার্তার গুঞ্জন ভারতের মনিপুরবাসীদের মধ্যে। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলিকে বাংলাদেশের পরবর্তী দরজা হিসেবে বিবেচনা করা হয়, এবং এই সময় মনিপুরে তিন দিন ধরে কোন মুখ্যমন্ত্রী নেই।

ভারতের ক্ষমতাশীল দল বিজেপি এখনও নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে সাহসী হচ্ছে না, ফলে সেখানে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের পর থেকে বিজেপি নতুন মুখ্যমন্ত্রী খুঁজে পাচ্ছে না। বীরেন সিংয়ের পদত্যাগের তিন দিন পরও বিজেপির নেতৃত্ব মনিপুরে নতুন নেতার নাম ঘোষণা করতে পারেনি।

এখন প্রশ্ন উঠেছে, “মনিপুর কে চালাবে?” বর্তমানে, সংবিধানের অনুচ্ছেদ ৩৫৬ অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বীরেন সিংয়ের পদত্যাগের পর থেকে বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের ইনচার্জ সম্বিদ পাত্র ইমফলে অবস্থান করছেন।

মনিপুরে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক না থাকায় নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের উপযুক্ত নেতা পাওয়া যাচ্ছে না। বীরেন সিং জানিয়েছেন, যতক্ষণ না সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিধানসভার কার্যক্রম মুলতবি রাখা উচিত। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ্য সরকারের সব ক্ষমতা কেন্দ্রের হাতে চলে যাবে এবং রাজ্যের আইনসভার কার্যত সংসদে চলে যাবে।

তবে, উচ্চ আদালতের কার্যক্রম অপরিবর্তিত থাকবে। এদিকে, রাজ্যপাল অজয় কুমার ভাল্লা জানিয়েছেন, তিনি কয়েক দিনের মধ্যে কেন্দ্রকে মনিপুরের পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন জমা দেবেন। তার উপর ভিত্তি করে রাষ্ট্রপতি শাসন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কিছু লোক মনে করছেন, দীর্ঘদিন রাষ্ট্রপতি শাসন থাকলে বিজেপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। কুকী সম্প্রদায়ের নেতৃবৃন্দও মনে করেন, মেইতেই অধ্যুষিত ইনফলে নতুন একজন বিজেপি মুখ্যমন্ত্রী আসলে পুরনো সমস্যা নতুন ভাবে উত্থাপন করবে। কুকী জো কাউন্সিলের চেয়ারপারসন বলেছেন, “বিজেপি যদি মুখ্যমন্ত্রী হয়, তবে নতুন বোতলে পুরনো পানীয়।” তাদের মতে, রাষ্ট্রপতি শাসন থাকলে পরিস্থিতি আরও স্থিতিশীল হতে পারে, কারণ বিজেপি পুনরায় ক্ষমতায় আসলে গোষ্ঠী দ্বন্দ্ব পুনরায় শুরু হতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions