রাঙ্গামাটি:- ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙ্গামাটির তপোবন আশ্রমে বাৎসরিক শ্রী শ্রী গীতা হোমযজ্ঞ সম্পন্ন হয়েছে। গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি, বুধবার ও বৃহস্পতিবার, রাঙ্গামাটি শহরের রাঙাপানি এলাকার তপোবন আশ্রমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী এই আয়োজনে ধর্মসভা, সমবেত উপাসনা ও বাৎসরিক গীতা হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ব্রাহ্ম মুহূর্তে মঙ্গলারতি ও সমবেত উপাসনার মধ্য দিয়ে গীতা হোমযজ্ঞের শুভ সূচনা হয়।
গীতাযজ্ঞ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন চট্টগ্রামের দোহাজারী কেন্দ্রীয় তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রানজ্বলানন্দ পুরী মহারাজ। আয়োজনে রাঙ্গামাটি শহরের বিভিন্ন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।
গীতাযজ্ঞ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ মহারাজ। তিনি বলেন, “প্রকৃতির অপর নাম শক্তি, সেই শক্তির স্পর্শে অচৈতন্য দেহকে চেতনাসম্পন্ন করতে পারলেই জীবন সার্থক হয়। গুরুর প্রতি মতি, গতি, রতি ও ভাব রাখলে জীবন সুখময় হয়, নচেৎ দুঃখ বাড়ে।”
এ ধরনের আয়োজন ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকরা জানান।