রাঙ্গামাটি:- সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত রাঙ্গামাটিতে ১৬ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক
মো. সাইদুজ্জামান পাপ্পু, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সদস্য ইয়াছিন ভান্ডারী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মনছুর আলী, রাঙ্গামাটি সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজালাল মাঝি, ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাওলা মিয়া, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিকাশ কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক জাকির হোসেন, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আহম্মদ, ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী শাহিন হাওলাদার, ঘাগড়া ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. ইরফান আলী। আটক বাকীদের নাম জানা যায়নি।
ওসি আরও বলেন, এ অভিযান চলমান। পুলিশ এখনো অভিযান পরিচালনা করছে।