বিজয় ধর, রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারী রোববার রাঙ্গামাটি জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ের এই কর্মশালায় রাঙ্গামাটির বিভিন্ন স্কুল, মেডিকেল কলেজসহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উপস্থাপিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তারুণ্যের দৃষ্টিতে আগামীর বাংলাদেশের চিত্র তুলে ধরেন।
কর্মশালায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহমদ শফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার, রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া এবং এলজিইডি রাঙ্গামাটি সদর উপজেলা প্রকৌশলী প্রণব রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিফাত আসমা বলেন, “এই কর্মশালায় স্কুল, কলেজসহ মোট সাতটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর আগে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যেখানে চ্যাম্পিয়ন হওয়া টিমগুলো জেলা পর্যায়ের কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এখান থেকে বিজয়ী দল বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে এবং তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হবে।”
এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহমদ শফি বলেন, “এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের উদ্ভাবনী চিন্তা ভবিষ্যতের বাংলাদেশ গঠনে সহায়ক হবে।” তিনি আরো বলেন, জেলা পর্যায়ে যারা চ্যম্পিয়ন হবেন তারা যাতে বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হতে পারে এই প্রস্তুতি নিতে হবে। যাতে করে রাঙ্গামাটি জেলার সুনাম বয়ে আনতে পারে।
কর্মশালায় শিক্ষার্থীদের উপস্থাপনা ও তাদের ভাবনার সৃজনশীলতা প্রশংসিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী দলের নাম ঘোষণা করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়।