ডেস্ক রির্পোট:- সাতাশ বছর পর দিল্লিতে সরকার গঠন করতে চলেছে বিজেপি। শনিবার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বিজেপির জয় নিশ্চিত হয়েছে। আর তাই আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এদিন দুপুরের পরই পরাজয় মেনে নিয়েছেন। তিনি বলেন, আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে জনগণের রায় মেনে নিয়েছি। আমি এই জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানাই এবং আশা করি যে, তারা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে। তিনি আরও বলেন, আমরা গত ১০ বছরে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামোর ক্ষেত্রে অনেক কাজ করেছি। আমরা শুধুমাত্র একটি গঠনমূলক বিরোধীদের ভূমিকা পালন করব না, জনগণের মধ্যে থেকেও তাদের সেবা করে যাব।
শনিবার সকালের থেকে মোট ১৯টি ভোট গণনা কেন্দ্রে গণনা শুরু হয়। দুপুরের পরই নির্বাচন কমিশনে দেওয়া তথ্য থেকে স্পষ্ট হয়ে যায় যে, জয়ী এবং এগিয়ে থাকা আসন মিলিয়ে বিজেপি ৪৮টি আসন পেতে চলেছে। এর মধ্যে বিকেলের মধ্যে ৩৭টি আসনে জয়ের কথা কমিশন জানিয়েছে। আম আদমি পার্টি পাচ্ছে ২২ টি আসন। কংগ্রেস গতবারের মত এবারও একটিও আসন পেতে ব্যর্থ হয়েছে। বিজেপির জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়ে বলেন, এই জয় জনশক্তির জয়। তার মতে, এই জয় উন্নয়নের জয়, সুশাসনের জয়।
দিল্লি বিধানসভায় মোট ৭০টি আসন । জয়লাভের ম্যাজিক ফিগার হল ৩৬। গণনার প্রথম থেকেই বিজেপি ম্যাজিক ফিগারের উপরে থেকেছে।
নির্বাচনের পরপরই অধিকাংশ এক্সিট পোলেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, এবার দিল্লিতে গেরুয়া শিবির ক্ষমতা দখল করবে । ইতি পড়তে চলেছে আম আদমি পার্টির শাসনে। গত এক দশক ধরে (২০১৩ সাল থেকে) দিল্লিতে ক্ষমতা দখল করে এসেছে আম আদমি পার্টি । পরপর লোকসভা নির্বাচনে বিজেপি সাতটি আসনে জয়লাভ করলেও বিধানসভা নির্বাচনে তারা বার বার ধাক্কা খেয়েছে । এবার অবশ্য বিজেপি জয় নিশ্চিত করেছে। ফলে ২৭ বছর পর দিল্লি শাসন করবে বিজেপি।