শিরোনাম
বান্দরবানে বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান, সরঞ্জাম উদ্ধার রাঙ্গামাটির সাজেকের জুমে ইঁদুরের উপদ্রব,২৩২ পরিবারের ফসলের ক্ষতি কঠোর অবস্থানে নেই আইনশৃঙ্খলা বাহিনী,নিরাপদ নন সাধারণ মানুষ আফগানিস্তানে আবারও ৬.২ মাত্রার ভূমিকম্প মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ, আক্রান্ত ব্যক্তিই হচ্ছেন আসামি সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় কঠোর বিএনপি,কোন্দল ষড়যন্ত্রে ত্যাগীরা বিপাকে সংসদের ৪৬ আসনের সীমানায় পরিবর্ত,ইসির তালিকা চূড়ান্তন জুলাই জাতীয় সনদ,পটভূমি ও অঙ্গীকারনামায় পরিবর্তন আসছে বিএনপি বিরোধী জোটের নানা তৎপরতা শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে পুলিশকে দুদকের চিঠি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ‘মার্চ ফর জাসটিস’ কর্মসূচি পালন

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-গত ১৫ বছরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্যাতন নিপীড়নকারীদের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাসটিস’ কর্মসূচি পালন করেছে রাবিপ্রবি ছাত্রদল। বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে গিয়ে শেষ হয়। পরে রাবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ ভিসি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে তারা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ দ্বারা সংঘটিত সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সাজা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, জুলাই-আগস্টের ছাত্র জনতার গন অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদের ডান হাত হিসেবে কাজ করা এই সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা না হলে বিপ্লবের শীহদদের আত্মা অতৃপ্ত থেকে যাবে।
একই সাথে ছাত্রদল নেতৃবৃন্দ রাবিপ্রবিতে জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের নিবর্তনমূলক কর্মকান্ড সম্পর্কে দুটি অভিযোগ পত্র জমা জমা দেন। তারা অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় উপাচার্য আবেদনের মর্মর্থ অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এসময় রাবিপ্রবি ছাত্রদলের সংগঠক মো: জসিম উদ্দীন, নাছির উদ্দিন অর্নব, আশিক হোসেন, সাজ্জাদ , সোলেমান বাদশা, ইউনুস ইয়ামিন, জিশান আহমেদ , আরিফুল ইসলাম জয়, মোহাম্মদ সাঈদ, আশরাফুল ইসলাম, তৌফিক হাসান রাসেল ,শরিফ উদ্দিন , রবিউল কাউসার লাবিব ও মোহাম্মদ হৃদয় সহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions