বিনা ভোটের ফ্যাসিস্ট সরকার কৃষকদের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে- কাউখালীতে এ্যাড. মামুনুর রশিদ মামুন

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন বলেছেন, বিনা ভোটের ফ্যাসিস্ট সরকার কৃষকদের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে। কৃষি ক্ষেত্রকে ধংস করে দিয়েছে। নিজ দেশকে ধংস করে অন্য দেশের স্বার্থ দেখতে কাজ করায় কৃষিকে পঙ্গু করে দিয়েছে। তিনি বলেছেন, কৃষক বাচলে, বাচবে দেশ, আমাদের এ সোনার বাংলাদেশ। কৃষকদের অধিকার আদায়, কৃষির উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের সহায়তা নিশ্চিত করতে হবে। আমাদের একত্রিত প্রচেষ্টায় কৃষকরা তাদের প্রকৃত অধিকার ফিরে পাবে। ‌তি‌নি ব‌লে‌ছেন সন্ত্রা‌সের জনপদ হি‌সে‌বে খ‌্যাত এই বেতবু‌নিয়া‌তে ‌বিগত স‌তের বছ‌রে অ‌নেক হত‌্যাকান্ড হ‌য়ে‌ছে। বিএন‌পির লোকজন রাস্তায় নাম‌তে পা‌রেনী বাড়ী‌তে ঘুমা‌তে পা‌রেনী হামলা মামলা নি‌য়ে এলাকাছাড়া ছি‌লো। আগামী‌দি‌নে বিএন‌পি ক্ষমতায় আস‌লে সন্ত্রা‌সের জনপদ বেতবু‌নিয়া‌কে শা‌ন্তির জনপ‌দে প‌রিনত করা হ‌বে।


এ্যাড. মামুনুর রশিদ মামুন বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি ও কৃষকদের উন্নয়নে যা যা করা দরকার তা করেছিলেন। জিয়াউর রহমানের আমলেই কৃষি বিভাগের উন্নয়ন ঘটেছিল। সেই ধারাবাহিকতাকে আরো এগিয়ে নিতে কৃষকদলের নেতা-কর্মীদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি শনিবার দুপুরে কাউখালী উপজেলায় বেতবুনিয়া ডাক বাংলো মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কাউখালী উপজেলা শাখা আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
কৃষক সমাবেশে প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) এ্যাড. রবিউল হাসান পলাশ বলেছেন, “বিগত সরকারের আমলে কৃষকদের পাশে কেউ দাঁড়ায়নি। শেখ হাসিনা বিভিন্নভাবে লুটপাট করেছেন। কৃষকরা তাদের পণ্যের সঠিক মূল্য পায়নি। বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের পাশে থাকবে। কৃষি পণ্যের সঠিক মূল্য পাবেন কৃষকরা।” তিনি কৃষি খাতের উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৃহিত বিভিন্ন কর্মসূচি এবং তারেক রহমানের ৩১ দফায় কৃষি উন্নয়নে গৃহিত পদক্ষেপ সমূহ সকলকে অবহিত করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কাউখালীর বেতবুনিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


কাউখালী উপজেলা কৃষকদলের সভাপতি সৈকত হোছাইনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তোফাইল আহমেদের সঞ্চলনলায় অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুহাম্মদ জসিম উদ্দিন,কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মোতালেব, রাঙ্গামাটি জেলা বিএনপির উপদেষ্টা ছৈয়দুল আলম, কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়া, রাঙ্গামাটি জেলা কৃষকদলের সভাপতি অলোক প্রিয় চৌধুরী রিন্টু, সাধারন সম্পাদক রবিউল হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান,কাউখালী উপ‌জেলা বিএন‌পির সহ সভাপ‌তি সাজাই মং মারমা,অর্জুন ম‌নি চাকমা
এ ধরনের কৃষক সমাবেশ দেশের কৃষক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতারা।
সমাবেশে কাউখালী উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রান্তিক পর্যায়ের কৃষকদের পাশাপাশি বিএনপি ও অংগ সংগঠনের কয়েকমত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। কৃষক সমাবেশের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions