রাঙ্গামাটি:- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান স্থানীয় প্রশাসনের অফিস প্রধান ও তাঁদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় ভিসি আগামী বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ছাত্র-ছাত্রী হল নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির জটিলতা নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এসময় রাঙ্গামাটি শহরে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতায়াতের বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচলের অসুবিধা সমূহ চিহ্নিত করে তা সমাধানের জন্য সংশ্লিষ্টজন ও অফিসের সহায়তা প্রত্যাশা করেন এবং শহরের প্রয়োজনীয় রাস্তায় বিশ্ববিদ্যালয়ের অবস্থানের দিক নির্দেশক সাইনবোর্ড স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতা আশা করেন।
উপস্থিত অফিস প্রধান এবং প্রতিনিধিবৃন্দ উত্থাপিত বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন ও ইতিবাচক মতামত ব্যক্ত করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ খান, এনএসআই এর উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান, যুগ্ম-পরিচালক মাহমুদ হোসেনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উভয় পক্ষ আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও দেশে বিদেশে এর সুনাম ছড়িয়ে দেয়ার অভিপ্রায়ে সবাইকে ধন্যবাদ দিয়ে ভাইস-চ্যান্সেলর সভার সমাপ্তি ঘোষণা করেন।