বান্দরবান:- বান্দরবানে লামায় অবৈধ চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।
আজ সোমবার দুপুরে লামার ফাইতং ইউনিয়নের উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লামা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক রেজাউল করিম, লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যরাসহ প্রশাসনের কর্মকর্তারা।
প্রশাসন জানায়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটা জন্য পাহাড় কেটে মাটি মজুদ ও জ্বালানি কাঠের জন্য ব্যবহারে দায়ের এই অভিযান পরিচালনা করা হয়। এসময় এসবিডব্লিউ, ৫বিএম, এমবি আই ও ডিবিএম এই চারটি ইটভাটাকে জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে ভ্রাম্যমান আদালত অভিযানের সময় ১৮০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। এছাড়াও পাহাড় কেটে মাটি মজুত করা প্রমাণ মেলেছে। পরবর্তীতে পানি সাহায্যে তৈরীকৃত কাচা ইট ও চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেন প্রশাসন।
লামা সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব বলেন, কোন ইটভাটার চালানো অনুমতি দেওয়া হয়নি। তবে সংবাদ পেয়ে ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় পরিদর্শন করে জরিমানা প্রদান করা হয়েছে। ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।