ডেস্ক রির্পোট:- পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব নিরসনে সকল জাতিসত্তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সমাবেশ ভারতীয় আগ্রাসন বিরোধী পাহাড়ি নেতা ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক বলেন, ‘৫৩ বছর ধরে চলা পাহাড়ি-বাঙালি সংঘাত আর বাড়তে দেওয়া যাবে না। এক দেশে দুই নীতি চলতে পারে না। পাহাড়ে বসবাসরত সকল জাতিসত্তার নাগরিকের জন্য ভূমি অধিকার দিয়ে বাংলাদেশের ভূমি আইন সংস্কার করতে হবে এবং বাংলাদেশে সকল নাগরিককে বাংলাদেশি পরিচয় দিয়ে স্ব স্ব জাতির নাম উল্লেখ করে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানান।’
থোয়াইচিং মং শাক বলেন, ‘ভারতের ষড়যন্ত্রে শেখ মুজিবুর রহমান এ পাহাড়কে অস্থিতিশীল করার জন্য পাহাড়ের জাতিগুলোকে বাঙালি হতে বাধ্য করেন। পরবর্তীতে তারই সূত্র ধরে পাহাড়ে সংঘাত শুরু হয়। এই সংঘাত স্বাধীনতার ৫৩ বছরেও নিরসনে কোনো সরকার কাজ করেনি। ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে পাহাড়ি-বাঙালির মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করার জন্য এই বিপ্লবী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘পাহাড়ের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চিরস্থায়ী সমাধানে সরকারকে ভূমিকা রাখতে হবে। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র রুখে দিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।’
এছাড়া বক্তব্য রাখেন মহসিন রেজা, তারেক রহমান, শহিদুল হক মিন্টু (নাহিদ) সহ বিভিন্ন সংগঠনের নেতারা।