শিরোনাম
বনবিভাগে দুর্নীতি-লুটপাট, হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী সিন্ডিকেটের বিরুদ্ধে রাবিপ্রবিতে উপাচার্যের শূন্য পদ পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি টঙ্গীতে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩ ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৩১ ফিলিস্তিনি, অস্ত্রবিরতি আলোচনা চলছে অনুমোদিত প্রকল্প বাতিল শুরু,একনেকে উঠছে প্রকল্প বাতিলের প্রস্তাব তত্ত্বাবধায়ক বিলুপ্তির বিধান বাতিল, গণভোট পুনর্বহাল কেন মোদির টুইটের প্রতিক্রিয়া জানাবে না বাংলাদেশ বড়দিন-থার্টিফার্স্টে পটকা-আতশবাজি ও ফানুস উড়ানোয় নিষেধাজ্ঞা খাগড়াছড়ি চেঙ্গী ও মাইনী নদী ড্রেজিংয়ে কমবে বন্যা রাঙ্গামাটিতে দীপংকরের হাতেই নিয়ন্ত্রিত হতো নিয়োগ-ঠিকাদারি-মনোনয়ন,অবৈধ সম্পদ অর্জনের বড় জোগানদাতা মুছা মাতব্বরসহ ৪ জন

রাবিপ্রবিতে উপাচার্যের শূন্য পদ পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্যের শূন্য পদ দ্রুত পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন রাবিপ্রবি শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্টপ্রতি ও অন্তর্বর্তীকালীন সারকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ১৭ জনের একটি প্রতিনিধি দল স্বাক্ষরিত করেন।

শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, ১৮ আগস্ট ২০২৪ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ শূন্য রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। শিক্ষক নিযুক্তি, একাডেমিক কার্যক্রম এবং গবেষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আটকে রয়েছে। এর প্রভাব সরাসরি শিক্ষার্থীদের উপর পড়ছে। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা স্মারকলিপিতে বলেন, উপাচার্যের শূন্য পদ পূরণ না হওয়ায় শিক্ষক নিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্তগুলো নেওয়া যাচ্ছে না। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত এই শূন্য পদ পূরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্থবিরতা দূর করার দাবি জানান।

স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানান, উপাচার্যের শূন্য পদ দীর্ঘদিন ধরে পূরণ না হওয়ায় আমরা বাধ্য হয়ে এই স্মারকলিপি জমা দিয়েছি। শিক্ষা কার্যক্রমে স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য দ্রুত এই পদ পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমরা আশাবাদী,রাষ্টপ্রতি ও অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিগুলো দ্রুত বিবেচনা করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions