শিরোনাম
কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে পাহাড় থেকে দুই কৃষককে অপহরণ, গুলিবিদ্ধ ৩ বান্দরবানের তুমব্রু সীমান্তে প্রচণ্ড গোলাগুলির শব্দ হাসিনা সবকিছু ধ্বংস করে গেছে, শূন্য থেকে শুরু করেছি : ড. ইউনূস ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৭৩ আসামিসহ এখনও পলাতক ৭০০: কারা মহাপরিদর্শক ড. ইউনূসের সঙ্গে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর বৈঠক সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী : হাইকোর্টে প্রতিবেদন রাঙ্গামাটির সাজেক থেকে ফিরছেন আটকে পড়া পর্যটকরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ২৫ কোটি টাকা বরাদ্দ কর্তনে ক্ষোভ,অর্থ ফেরতে আন্দোলনে নামার হুমকি মুন্নী সাহার স্থগিত ব্যাংক হিসাবে মাত্র ১৪ কোটি টাকা শেখ পরিবার ও ৯ গ্রুপের সম্পদের খোঁজে ১০ টিম

হাসান মাহমুদের দোসর আমীর আলীর অত্যাচার থেকে বাঁচতে ভূক্তভোগীদের আকুঁতি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- বিগত স্বৈরাচারি সরকারের দোসর হাসান মাহমুদের প্রভাব দেখিয়ে প্রতিবেশিদের ভূমি অবৈধভাবে দখলসহ প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা-হামলাসহ প্রাণনাশের হুমকিদাতা জনৈক আমীর আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিতে রাঙ্গামাটি শহরে সাংবাদিক সম্মেলন করে নিরাপত্তা ও প্রতিকার চেয়েছে কয়েকটি ভূক্তভোগী পরিবার।

মঙ্গলবার সকাল ১১টায় রাঙ্গামাটির ভেদভেদী এলাকায় এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোঃ আফসার হোসেন, মোঃ আক্তার হোসেন ও মোঃ রবিউল হোসেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগীরা অভিযোগ করে বলেন, রাঙামাটি শহরের শিমুলতলী এলাকায় বসবাসরত কয়েকটি পরিবারের জায়গা-জমি অবৈধভাবে জোরপূর্বক দখলকারি আমীর আলী বিগত বছরে স্বৈরাচারি আওয়ামীলীগের প্রভাবশালী দোসর হাসান মাহমুদের প্রভাবে আমাদের উপর নির্মম নির্যাতন করেছে।

আমীর আলী ম্যাজিষ্টেটের মাধ্যমে প্রভাবখাটিয়ে আমাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে আমাদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে আমাদের জায়গা-জমি লিখে নেয়।

এসব বিষয়ে আমীর আলীর স্বীকারোক্তিমূলক একটি অডিও বক্তব্যও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। প্রশাসনকে ভূল বুঝিয়ে আমীর আলী সাধারণ মানুষের উপর ষ্ট্রিম রোলার চালাচ্ছে বলেও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগীরা অভিযোগ করে বলেন, স্বৈরাচারি সরকারের পতনের পর আমীর আলী নানান মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারনা চালিয়ে নিজেকে স্বৈরাচারের দোসরের খোলস থেকে আড়াল করার অপচেষ্ঠা চালাচ্ছে। এই মিথ্যা মামলাবাজ আমীর আলীর বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলনে আবেদন জানিয়েছেন ভূক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আফসার হোসেন, মোঃ আক্তার হোসেন ও মোঃ রবিউল হোসেন।

এদিকে, বিষয়টি নিয়ে জানতে চাইলে, আমীর আলী মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সবগুলোই মিথ্যা ও বানোয়াট। তিনি বলেন, আমার বিরুদ্ধে আওয়ামীলীগের মানুষজনকে ব্যবহার করে আমাকে জোর করে হুমকি দিয়ে আমার জায়গা দখল করে নিয়েছে। ভাইরাল হওয়া অডিও নিয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দেননি। তিনি দাবি করেন, আমার বিরুদ্ধে সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
সংবাদ সম্মেলনের প্রদত্ত লিখিত বক্তব্য…….
আমির আলী, পিতা- মৃতঃ খুল্যা মিয়া, সাং-শিমুল তলী, ভেদভেদী, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা, আমার বাবার ক্রয় কৃত ০.২৫ (পচিশ শতক) একর রেকর্ডীয় জমির পাশে অবশিষ্ট খাস জমিতে আমরা দীর্ঘদিন বসবাস করে আসিতেছি। কিন্তু আমার পাশবর্তী ০.৭৫ (পচাত্তর শতক) একর জমির মালিক উপরে উল্লেখিত আমির আলি বিগত ১৮ বছরে ২৮ মামলা দিয়ে আমার বাবার ক্রয়কৃত ০.২৫ (পচিশ শতক) একর জায়গা সহ বসতবাড়ি হতে আমাদের কে উচ্ছেদ করেছে।

কিন্তু তিনি আমাদের উচ্ছেদ করেও খান্ত হননি। ২০০৬ সালে একটি চুরির মিথ্যা মামলা দিয়ে মোঃ আফসার হোসেন কে জেল হাজতে পাঠায়। তখন এলাকাবাসী ও তৎকালীন পৌর বিএনপি সভাপতি শাহ আলম সাহেব খবর নিয়ে দেখে এ ধরনের চুরির কোন ঘটনা ঘটে নি। এরপর থানায় কথা বলে আফসারকে জামিনের ব্যবস্থা করেন।

সেদিনই আমির আলির বাসায় খাবারের আয়োজন করে আমাদের বাবার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। ঐ কাগজ দিয়ে আমার বাবার নামে মিথ্যা ভাড়াটিয়া কাগজ তৈরী করিয়া আমাদেরকে উচ্ছেদ করেন। উচ্ছেদ করেও খ্যান্ত হন নি, ২০২১ সালে এপ্রকারে উভয় পক্ষ সমঝোতায় একমত হয়ে উভয়পক্ষ জায়গা বিক্রির জন্য সম্মত হয়। কিন্তু আপোষনামা হলেও তিনি সম্পূর্ন জায়গা বন্ধক রেখে আই এফ আই সি ব্যাংক হতে এক কোটি টাকা গোপনে লোন নেওয়ার জন্য উদ্ধত হয়।

আমরা খবর পাইলে ব্যাংক কর্তৃপক্ষকে আপত্তি জানায়। পরবর্তী সময়ে সে সাবেক তথ্য মন্ত্রী হাসান মাহমুদকে ব্যবহার করে পুলিশের উর্ধ্বতন কর্মকতাকে ফোন দিয়ে আমাদের তিন ভাইয়ের নামে চাদাঁবাজির মামলা করে এবং আমাদেরকে ৪১ দিন জেলে রাখে। এরপর দক্ষিণ চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ কে রাঙ্গামাটি এনে তৎকালীন এমপি দীপংকর তালুকদার কে বিষয় টা দেখার জন্য অনুরোধ করেন। দীপংকর তালুকদার যুবলীগের মুজিব কে বিষয়টি সরজমিনে তদন্ত করার নির্দেশ দেন।

তিনি উভয় কাগজ যাচাই-বাছাই করে বিষয়টি সুরাহা করতে পারেনি। যা পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান ও জানতেন। সোলায়মান, শুক্কুর আসবাব পত্র সমবায় সমিতির সাধারণ সম্পাদক এবং পেয়ারু পরবর্তী আসবাব পত্র সমবায় সমিতির সাধারণ সম্পাদক সহ সমাধানের অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি।

আমার বাবার ক্রয়কৃত জমি আমির আলি রিভিন্ন ভাবে মামলা হামলা দিয়ে এখন পর্যন্ত রেজিষ্ট্রি করতে দেননি। আমার বাবা ০.২৫ (পচিশ শতক) একর জায়গা ক্রয় করেন ৮,৭৫,০০০/-(আট লক্ষ পচাত্তর হাজার) টাকা দিয়ে এবং আমির আলি ০.৫০ (পঞ্চাশ শতক) একর জায়গা ১,২৫,০০০/-(একলক্ষ পচিশ হাজার) টাকা দিয়ে যাতে সে সরকারের পাওনা ভ্যাট ট্যাক্স ফাকি দিতে পারে। তার ক্রয় সূত্রে কোন চৌহদ্দি ছিলনা এবং আদালত চৌহদ্দি অর্ন্তভূক্ত করা যাবে না বলে আদেশ দিলেও সে জালিয়াতির মাধ্যমে চৌহদ্দি অর্ন্তভূক্ত করে, আদেশের মামলা নাম্বার- ৫৫৯। যাহা আদালত অবমাননার সামিল।

৫ই আগষ্টের পর তড়িগড়ি করে সে আরেকটি ‘ঘর নির্মাণ করতে গেলে তাকে সমাজে ডেকে পাঠায়। সমাজে আসার পরে তার ছেলে ৯৯৯ এ কল করে তার বাবাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে এস আই জাহাঙ্গীর আফসারকে ফোনের মাধ্যমে আমির আলির বিষয় আফসার তাকে জানান যে আমির আলি সমাজের অফিসে আছেন।

তিনি পুলিকে সমালে অনুরোধ করেন। অনুরোধ করলে এস আই জাহাঙ্গীর সমাজের অফিসে আসেন। এস আই জ কে জিজ্ঞাসাবাদ করলে সে কোন প্রকার অপহরণ বা চাদাঁবাজির অভিযোগ নাকচ কে এসেছিলেন বলে স্বীকারোক্তি প্রদান করেন যা ভিডিও করে রাখা আছে। এস আই জাহাঙ্গী- পর বসে সমাধান করার জন্য পরার্মশ প্রদান করেন এবং উভয়কে নিজ নিজ বাসায় পাঠিত আলি সেদিন সন্ধ্যায় থানায় গিয়ে ৬০,০০,০০০/-(ষাট লক্ষ) টাকা চাদাঁবাজির মিথ্যা ভি সেনা জোন কমান্ডার বরাবরে ৩৫,০০,০০০/-(পয়ত্রিশ লক্ষ) টাকা চাদাঁবাজি এবং তাকে ন করে অভিযোগ করেন।

এরপর দিন জোন কমান্ডার আমাদের উভয়পক্ষকে ডাকেন এবং এ তিনি তদন্ত করে আমাদের উভয়কে সামাজিক ভাবে বসে সমাধানের পরার্মশ প্রদান করেন। গ তারিখে সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ উভয় পক্ষ বৈঠক করলে আমির আলির উগ্র মেজাে সমাধানে পৌছানো সম্ভব হয়নি এবং ২ দিন পর আবার বসার সিদ্ধান্ত হয়। কিন্তু সে না বসে তারিখে সে একটি সাংবাদিক সম্মেলন করে সে দাবি করে যে তার কাছ থেকে ২ কোটি করেছি বলে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করে।

সে প্রত্যেক বার ভিন্ন ভিন্ন চাদাঁর টাকা বোঝা যায় সে মিথ্যা কথা বলছে। অবশেষে সে নিজেকে বিএনপি-জামাতের কর্মী দাবি করে আমি টাকা দিয়ে সবাইকে কিনে নিব এবং বিএনপির লোক দিয়ে বিএনপির লোককে পিটার নামে ০.৭৫ (পচাঁত্তর শতক) একর জায়গা থাকলেও সে দখলে আছে প্রায় ১.৫ (এক একর জায়গা। আমরা তার টাকার কাছে অসহায়। এমতাবস্থায় দীর্ঘ ১৬ বছরের পতিত সৈরাচারের দোসর আমির আলির অত্যাচার নিপিণ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions