রাঙ্গামাটিঃ- রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি থানা,সাজেক থানা,দূরছড়ি পুলিশ ফাঁড়ি ও সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন। শুক্রবার ২৫ অক্টোবর পুলিশ সুপার উপরোক্ত থানাদ্বয়ে পৌঁছালে ফুলেল উষ্ণ অভ্যর্থনাসহ স্বাগত জানান বরকল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (অতিঃ দায়িত্বে বাঘাইছড়ি সার্কেল) মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী। এসময় স্ব স্ব থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন। পরে পুলিশ সুপার থানাদ্বয় এবং ফাঁড়ি ও ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপারথানা,ফাঁড়ি ও ক্যাম্প এলাকা ঘুরে দেখেন। থানার অস্ত্রাগার,মালখানা,ফোর্সের আবাসন ব্যবস্থা এবং থানার,ফাঁড়ি ও ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষন করেন। পরে তিনি থানায় রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। তাৎক্ষণিক ভাবে পুলিশ সুপার বাঘাইছড়ি থানা, সাজেক থানা,দূরছড়ি পুলিশ ফাঁড়ি ও সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্পে উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সকলের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সবার সাথে উন্মুক্ত আলোচনা করেন। পুলিশ সদস্যদের কল্যাণসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এসময় পুলিশ সুপার সবাইকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করা,থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত আকষ্মিক পরিদর্শনকালে রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।