রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে ২৯ হাজার ৪৬৭ জন কিশোরীকে এইচপিভি টিকা প্রদান করা হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত কনফারেন্সে সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এ তথ্য জানান।
সিভিল সার্জন বলেন, জেলার ৫০টি ইউনিয়নের ৯৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণীর ২৭ হাজার ৯০০ জন ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ১০-১৪ বছর বয়সী এক হাজার ৫৬৭ জন কিশোরীকে এইচপিভি টিকা প্রদান করা হবে। তিনি আরও বলেন, নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। ক্যান্সার প্রতিরোধ এবং ভবিষ্যতে নিরাপদ মাতৃত্ব গড়ে তুলতে এই টিকা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিভিল সার্জন জানান, টিকা কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে এবং চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। যদি কোনো ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নিতে না পারে, তাহলে তারা নিজ নিজ উপজেলায় গিয়ে টিকা নিতে পারবে।
এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা চট্টগ্রাম বিভাগের কনসালটেন্ট ডা. তানভীর হোসেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা এবং অন্যান্য স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।