শিরোনাম
মুন্নী সাহার স্থগিত ব্যাংক হিসাবে মাত্র ১৪ কোটি টাকা শেখ পরিবার ও ৯ গ্রুপের সম্পদের খোঁজে ১০ টিম দেশে বড় সন্ত্রাসী হামলার আশঙ্কা, সীমান্তে সতর্ক বিজিবি বাংলাদেশে জঙ্গী হামলার সতর্কতা জারি, তিন পার্বত্যজেলায় ভ্রমণ নিরুৎসাহিত করেছে ব্রিটিশ সংস্থা এফসিডিও ১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয় ও ইতিহাস বাংলাদেশের এবার পশ্চিমবঙ্গের মালদায় বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা রাঙ্গামাটির সাজেকে দিনভর গুলিবিনিময়, ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন যতটা দেখায়, মোদী কি ততটা শক্তিধর? এবার বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব হাসান মাহমুদের দোসর আমীর আলীর অত্যাচার থেকে বাঁচতে ভূক্তভোগীদের আকুঁতি

এইচএসসির ফল আজ, জানবেন যেভাবে

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হবে আজ মঙ্গলবার। ফল প্রকাশে আগের মতো কোনো আনুষ্ঠানিকতা থাকছে না বলে জানিয়েছেন আন্ত শিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, ‘মঙ্গলবার (আজ) সকাল ১১টায় নিজ নিজ বোর্ড চেয়ারম্যান তাঁদের দপ্তরে বসে ফল প্রকাশ করবেন। এরপর শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে তাদের ফল জানতে পারবে।

তবে আন্ত শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সব বোর্ডের ফলাফলের একটি সারসংক্ষেপ তৈরি করা হবে, যা গণমাধ্যমকর্মীদের সরবরাহ করা হবে।’

সূত্র জানায়, আগের বছরগুলোতে ফল প্রকাশের নির্ধারিত দিনে শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দিতেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তুলে ধরতেন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ শিক্ষার্থী।

তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পরীক্ষার ফল এসএসসির সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হবে বলে জানা যায়।

অন্যবারের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস করে উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইট ও বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করে ফল জানতে পারবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানতে ইংরেজিতে এইচএসসি লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৪ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions