ডেস্ক রির্পোট:- চট্টগ্রাম: শিক্ষক সোহেল রানা, পরিবহন শ্রমিক মামুন সহ পাহাড়ে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে বৈষম্যবিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী তৌহিদ আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সব সমস্যা সমাধানের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ কমিশন গঠনের কোনো বিকল্প নেই।
ভূমি সমস্যার সামাধানও সবাইকে সঙ্গে নিয়ে করতে হবে।
এ সময় সংগঠনটির নেতারা বলেন, বৈষম্য, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠন করতে হবে। তিন জেলা পরিষদের চেয়ারম্যান ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানসহ সব জায়গায় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি দিতে হবে।
ঐক্য পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট ইব্রাহিম মুজাহিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য আবু বকর, শ্রমিক কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, বান্দরবান জেলা নাগরিক পরিষদের সাবেক সভাপতি আতিকুর রহমান, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ছাদেক, ছাত্র শিবির বান্দরবান জেলার সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফজলুল হক শ্রাবণ, তারেক মানোয়ার প্রমুখ।