বান্দরবান:- বান্দরবানে রুমা, থানচি, রাঙ্গামাটি থেকে র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার জামিনপ্রাপ্ত ৩১ সদস্যের জামিন বাতিল করেছেন আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মো. ইকবাল করীম জানান, গত মঙ্গলবার বিকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মসলেহ উদ্দিনের আদালত জঙ্গিদের জামিন আবেদন মঞ্জুর করেন। কিন্তু জামিননামার শর্তভঙ্গ হওয়ায় মঙ্গলবার রাতেই একি আদালত জামিন বাতিল করেন।
আসামিরা হলেন, জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য কুমিল্লার দিদার হোসেন (২৫), নারায়নগঞ্জের আল আমীন, ঢাকা কামরাঙ্গীচরের সাইনুন রায়হান, সিলেট বিয়ানিবাজারের তাহিয়াদ চৌধুরী পাভেল (১৯), সিলেটের মো. লোকমান মিয়া (২৩), কুমিল্লা লাকসামের ইমরান হোসেন শান্ত (৩৫), ঝিনাইদহের মো. আমির হোসেন (২১), বরিশালের মো. আরিফুর রহমান, ময়মনসিংহের শামিম মিয়া (২৪)। কুমিল্লা সদরের মো. আস সামী রহমান সাদ (১৯), বরগুনা বেতাগী এলাকার মো. সোহেল মোল্লা সাইফুল্লাহ (২২), পটুয়াখালী সদরের মো. আল আমিন ফকির মোস্তাক (১৯), কুমিল্লা লাঙ্গলকোট এলাকার মো. জহিরুল ইসলাম ওরফে ওমর ফারুক (২৭), পটুয়াখালী সদরের মো. মিরাজ হোসেন ওরফে দোলন, মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ির রিয়াজ শেখ জায়েদ (২৪), পটুয়াখালী মহিপুরের মো. ওবাইদুল্লাহ (২০), পটুয়াখালী মির্জাগঞ্জের জুয়েল মাহমুদ (২৭), টাইঙ্গাইল ধানবাড়ির মো. ইলিয়াছ রহমান (৩২), ঝালকাঠি সদরের মো. হাবিবুর রহমান (২৩), কুমিল্লা সদরের মো. সাখাওয়াত হোসেইন (২১), বরিশাল কোতয়ালীর মো. আব্দুস সালাম রাকি (২৮), কুমিল্লা লাকসামের যোবায়ের আহমদ (২৯), পটুয়াখালীর মো. শামীম হোসেন (২৬), হবিগঞ্জ জেলার তাওয়াবুর রহমান সোহান (২০), বরিশালের মাহমুদ ডাকুয়া (২০), মাগুরার মোহাম্মদ আবু হুরাইরা (২২), জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান রণবীর (৪৪) ও বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মৃধা (৪৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মো. ইকবাল করীম জানান, জামিননামার শর্ত হলো আসামির জামিনের ক্ষেত্রে আসামির স্ব স্ব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের জিম্মায় জামিন নেয়ার বিধান রয়েছে। র্যাবের জঙ্গি বিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য ৩১ জনের জামিন নেন ঈমান হোসেন নামে এক ব্যক্তি। এতে জামিননামার শর্ত ভঙ্গ হওয়ায় ফের জামিন বাতিল করেন একি আদালত।