ডেস্ক রির্পোট:- অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে সারা দেশে গত ২১ দিনে ২১৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৯২ জন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তার সই করা এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে রিভলভার ১১টি, পিস্তল ৬২টি, রাইফেল ১৩টি, শটগান ২৮টি, পাইপগান ছয়টি, শুটারগান ২৩টি, এলজি ২০টি, বন্দুক ৩১টি, একে-৪৭ একটি, গ্যাসগান দুটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান চারটি, টিয়ার গ্যাস লঞ্চার দুটি, এসএমজি পাঁচটি, এসবিবিএল পাঁচটি ও থ্রি-কোয়ার্টার দুইটি।
যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড ও র্যাব।
অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করে।