রাঙ্গামাটি:- দীর্ঘ প্রায় ১ মাস এর অধিক সময় কেপিএম কাগজ উৎপাদন বন্ধ থাকার পর গত দুইদিনে ১৭মেট্রিক টন কাগজ উৎপাদন করা হয়েছে। বুধবার রাত ৯টা হতে বৃহস্পতিবার দুপুর ২টা পযন্ত এক মেশিনে প্রথম ধাপে ১৭মেট্রিক টন কাগজ উৎপাদনে ফিরেছে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পেপার মিলস লিঃমিঃ মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম জানান, গতকাল বুধবার সকাল থেকেই কেপিএম এর উৎপাদন চালু হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বুধবার রাত থেকেই কেপিএম এর উৎপাদন চালু হয়েছে। বর্তমানে মিলস এর কাগজ উৎপাদনে কাঁচামাল হিসেবে পাল্প ব্যবহার করে কাগজ তৈরি করা হচ্ছে। প্রথম ধাপে কেপিএম ১৭ মেট্রিক টন কাগজ উৎপাদন করেছে। আশা করা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে উৎপাদন আরো বৃদ্ধি পাবে।
এদিকে কর্ণফুলী পেপার মিলস লিঃমিঃ সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক জানান দীর্ঘ ১ মাস বুধবার রাত হতে বৃহস্পতিবার দুপুর ২টা পযন্ত আল্লাহ্ রহমতে ১৭মেট্রিক টন কাগজ উৎপান করা হয়েছে। তিনি আরো জানান উৎপাদন বৃদ্বি ও মিল একমাস পর চালু হওয়ায় শিল্প শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অনেক খুশি হয়েছে। কেপিএম মিলস্ উৎপাদনে ফিরায় স্বস্তি ফিরে এসেছে মিলের শ্রমিক কর্মচারীদের মধ্যে।