শিরোনাম
উত্তপ্ত তিন পার্বত্য জেলা, যা জানালো আইএসপিআর রাঙ্গামাটিতে পরিবহন ভাঙচুরের প্রতিবাদে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা পরিস্থিতি পর্যবেক্ষণে আজ পাহাড়ে আচ্ছেন তিন উপদেষ্টা অশান্ত পার্বত্য চট্টগ্রাম নিহত ৪ লেবানন থেকে ইসরায়েলে ১৭ হামলা দলে বিশৃঙ্খলা রোধে স্মার্ট অ্যাকশনে তারেক রহমান,আগামী সপ্তাহে ৩ জেলায় সমাবেশ সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে সাড়ে ৭শ মামলা,রাঙ্গামাটি,বান্দরবানসহ ছয় জেলায় এখনো মামলা হয়নি দেশের ৩ অঞ্চলে হিট ওয়েভের শঙ্কা চট্টগ্রামে হাতকড়া পরে ফিরল সাবেক এমপি ফজলে করিম খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি,অর্ধশতাধিক দোকানপাটে আগুন

তারা হায়েনার মতো লুকিয়ে আছে, যেকোনো সময় আক্রমণ করবে: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়িবহরে হামলা এবং প্রাণহানীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতা–কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্মরণসভায় বিএনপি মহাসচিব এ আহ্বান জানান।

একটি বিশেষ গোষ্ঠীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পরিষ্কার বোঝা যাচ্ছে, তারা হায়েনার মতো লুকিয়ে আছে এবং যেকোনো সময় আক্রমণ করবে। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে এবং বিগত সরকারের আমলে গণতন্ত্রের সংগ্রামে নিহতদের স্মরণে এই সভার আয়োজন করে বিএনপি।

এ সময় ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে অর্জিত বিজয়ে আত্মতুষ্টিতে না ভুগে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আজকে আমরা সবাই বলছি যে স্বাধীন হয়েছি। হয়তো হয়েছি। কিন্তু এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস। তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদের বিভক্ত করার চেষ্টা করছে। আজকে আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে ইস্পাতদৃঢ় ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা ১৬ বছর লড়াই করেছি। সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনোমতেই তাদের চক্রান্তে পা না দেওয়া।’

তিনি বলেন, ‘আসুন আমরা সামনের দিনগুলোতে পেছনে ফিরে না তাকাই। সামনের দিনগুলোতে আমরা গণতন্ত্রের পক্ষে দেশের পক্ষে জনগণের পক্ষে এগিয়ে যাই।’

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা জানিয়ে ফখরুল বলেন, ‘আজকে একটা আত্মত্যাগের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। জনগণ মনে করে এই সরকার তাদের একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে এমন একটা জায়গায় আনবে, যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে পারি।’

বিগত সরকারের আমলে গণতান্ত্রিক সংগ্রামে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে নেতা–কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও নিখোঁজদেরও সন্ধান দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এটা অত্যন্ত জরুরি ব্যাপার এবং সরকারকে এটা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৬ বছরে আমরা যারা আন্দোলন করছি, সংগ্রাম করছি, তাদের মধ্যে আমাদের ৭০০ ভাইবোন গুম হয়ে গেছে। আয়নাঘর হয়েছে, আমাদের মায়ের ডাকের ছেলেমেয়েরা এখনো কেঁদে বেড়াচ্ছে। ছোট্ট শিশুটি এখনো তার বাবাকে খুঁজছে। আজকে সেই মানুষগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে। আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। অতি দ্রুত এ সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে।’

এর আগে বৃষ্টিস্নাত বিকেলে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় স্মরণ সভার আনুষ্ঠানিক কার্যক্রম। নিহতদের স্বজন ও আহতদের পাশাপাশি বিএনপি নেতা–কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেন এই সভায়। বৃষ্টি উপেক্ষা করেই তারা সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন। বক্তৃতার পাশাপাশি প্রতিবাদী গান, নাটিকাও উপস্থাপন করা হয় স্মরণসভায়।

গণতন্ত্র দিবসকে সামনে রেখে এই স্মরণসভা নিয়ে ফখরুল বলেন, ‘আজকে এই অনুষ্ঠান একদিকে আমাদের ভারাক্রান্ত করে তোলে, অন্যদিকে আমাদের আনন্দিত করে। গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ সব সময় আত্মত্যাগ করেছে, প্রাণ দিয়েছে। আমরা যখন স্বাধীন হয়েছি ১৯৭১ সালে, তখন আমরা ধরেই নিয়েছিলাম সত্যিকার অর্থেই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ পাবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য সেদিন যারা গণতন্ত্রের প্রধান দাবিদার ছিলেন, স্বাধীনতার দাবিদার ছিলেন, তাদের হাতেই, আওয়ামী লীগের হাতেই গণতন্ত্র ধ্বংস হয়। তারা ১৯৭৫ সালে এক দলীয় বাকশাল প্রতিষ্ঠা করে।’

তিনি বলেন, ‘এ কথা ভুললে চলবে না। এ কথা বারবার আমাদের মনে করতে হবে এই দলটি আবার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। বারবার ছাত্র-জনতার যে সংগ্রাম, সেই সংগ্রামকে দমন করার জন্য অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুনের আশ্রয় নিয়েছে। যার ফলশ্রুতিতে বিগত জুলাই হত্যাকাণ্ড এবং তারও আগে এদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে ত্যাগ স্বীকার করেছে।’

তিনি বলেন, ‘আমি অভিবাদন জানাই সেই সমস্ত শহীদদের, যারা তাদের প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে গণতান্ত্রিক সংগ্রামে। একই সঙ্গে এই সংগ্রামে যারা আহত হয়েছেন তাদের অভিবাদন জানাই। আমি অভিবাদন জানাই গণতন্ত্রের আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি কোনো দিন গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নত করেননি। দীর্ঘ ছয় বছর কারাভোগ করার পর ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন। আজও তিনি অত্যন্ত অসুস্থ। আমি অভিবাদন জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, যিনি বিদেশে নির্বাসিত থেকেও দেশের গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।’

গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহতগোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত

দলের নেতা–কর্মীদের ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা শত প্রলোভনে, উসকানিতেও শান্ত থেকেছেন এবং দেশকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন।একই সঙ্গে ধন্যবাদ জানাই বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে যারা আমাদের সঙ্গে আন্দোলনে সংযুক্ত থেকেছেন।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions