রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রবেশ করতে চাইলে তাদের প্রতিহত করে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সামতির (পিসিজেএসএস) নেতাকর্মীরা।
মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেল ৪টার দিকে শহরের রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন এবং উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। বর্তমানে শহরে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার রয়েছে।
জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর আজ মঙ্গলবার বিকেলে ইউপিডিএফ’র নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করে জেলা শহরে মিছিল বের করলে পিসিজেএসএস’র নেতাকর্মীদের তোপের মুখে পড়ে। পরে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাহিনী এসে উভয় পক্ষকে সরিয়ে দেয়।
রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ইউপিডিএফ রাঙ্গামাটি শহরে বিজয় মিছিল করতে চেয়েছিলো। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ নিলে তারা সেখান থেকে চলে যায়।