ডেস্ক রির্পোট:- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার স্বীকৃত শিক্ষার্থীসহ দেড়শটি (১৫০) হত্যাকাণ্ডের ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশি কার্যক্রম (মরদেহের ময়নাতদন্ত ও সুরতহাল না করা) গ্রহণ না করার বিষয়ে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক ও অ্যাডভোকেট সেলিনা আক্তার এই রিটটি করেন।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়েছে। রিটের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক বলেন, রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধী হাইকোর্ট বেঞ্জে মেনশন করা হবে।
রিটে ফৌজধারী আইন অনুযায়ী কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার স্বীকৃত শিক্ষার্থীসহ দেড়শ জনকে গুলি করে হত্যার পর ময়নাতদন্ত (সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত) না করায় সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করে কেন তাদের কার্যক্রম বেআইনি ঘোষণা করা হবে না তার নির্দেশনা চাওয়া হয়েছে।