খাগড়াছড়ি:- দুই দিনের টানা বর্ষণে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
২ আগস্ট শুক্রবার দুপুরের দিকে উপজেলার খাগগাছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহসড়কের সাপমারা এলাকায় এঘটনা ঘটে।
এতে রাস্তায় মাটি পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসে দায়িত্বরত জীবক কান্তি বড়ুয়া জানান, পাহাড় ধসের খবর পেয়ে তাৎক্ষণিক মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে মাটি সরিয়েছে। সস্পূর্ণ মাটি সরানো সম্ভব হয়নি । তবে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেয়া হয়েছে। যানবাহন চলাচল স্বভাবিক রয়েছে বলেও জানান তিনি।