রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধের সময়সীমা আরো ১৫ দিন বৃদ্ধি করা হয়েছে । বৃহস্পতিবার (২৫ জুলাই) হ্রদে মাছ আহরণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কাপ্তাই হ্রদের পানির পরিমান পর্যাপ্ত না থাকায় মাছের সুষ্ঠ প্রজননের সার্থে কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধের সময় সীমা আরো ১৫ দিন বন্ধ থাকবে। রাঙ্গামাটি জেলা প্রশাসক ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এবছরও হ্রদে পানি স্বল্পতার কারণে মাছ শিকার বন্ধের ১৫ দিনের বর্ধিত সময়েও পর্যাপ্ত পানি না বাড়লে আরো এক দফা বন্ধের সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
আগামী ৮ আগস্ট বৈঠক করে কাপ্তাই হ্রদে মাছ শিকারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে হবে বলে জানা গেছে ।