খাগড়াছড়ি:- চলমান কোটা সংস্কার আন্দোলনে হামলা ও সাধারণ শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে সারাদেশের মতো খাগড়াছড়িতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে সহস্রাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে খাগড়াছড়ি শহরে প্রবেশ করতে চাইলে পৌরসভা ব্রিজের উপর পুলিশের বাঁধার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে শাপলা চত্বর দখলে নেয় শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে আদালত সড়ক, কলেজ সড়ক দখলে নেয়।
এসময় আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে পুলিশ মাঠ পিছু হাটে। কোটা বিরোধী হাজারো শিক্ষার্থীর শ্লোগানে প্রকম্পিত হচ্ছে শহর।
কর্মসূচির কারণে শহরের সকল দোকানপাট বন্ধ রয়েছে। চলছে না কোন ধরনের যানবাহন।