রাঙ্গামাটি:- বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ সমাবেশ করে।
এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন রয়েছে।
প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ৬ সেমিস্টারের শিক্ষার্থী মো. মুজাহিদ ও মেকানিক্যাল ডিপার্টমেন্টের ৬ সেমিস্টারের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম তামিম এর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রতিষ্ঠানে ভিতরে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও বিক্ষোভ মিছিল চলবে।
এসময় শিক্ষার্থীরা কোটা সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেছে।