ডেস্ক রির্পোট:- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. মুছা মাতব্বরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাকে দুদকে হাজির হয়ে নিজেরসহ স্ত্রী ও পরিবারের নামে অর্জিত সম্পদের বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
সোমবার এক নোটিসে তার সম্পদ বিবরণী জমা দেওয়ার কথা বলা হয় বলে বুধবার জানিয়েছেন দুদক রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ কালাম।
নোটিসে দুদক আইন, ২০০৪ এর ২৬ (১) উপধারা অনুযায়ী ২১ কার্যদিবসের মধ্যে মো. মুছা মাতব্বরকে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে।
মো. জাহিদ কালাম বলেন, “মুছা মাতব্বরের বিরুদ্ধে উত্থাপিত নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দুদক আইনে সম্পদ বিবরণী দাখিলের নোটিস জারি করা হয়েছে। সে অনুযায়ী আগামী ২১ কার্যদিবসের মধ্যে দুদকের কাছে তার নিজের, স্ত্রীর ও পরিবারের নামে অর্জিত সম্পদ বিবরণী দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করলে তার বিরুদ্ধে মামলা করা হবে।”
এ বিষয়ে কথা বলতে মোবাইল ফোনে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি এ আওয়ামী লীগ নেতাকে।
রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুছা মাতব্বর টানা দুই দফায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদেও টানা দুই দফায় সদস্য হিসেবে রয়েছেন।সুত্র সারা বাংলা/সকাল সন্ধ্যা