চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সাথে রাঙ্গামাটির পুলিশ সুপারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৯৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আজ ২২ জুন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয় সম্মেলন কক্ষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম এর সহিত রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়।

মূলত সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।

এপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে রাঙ্গামাটি পার্বত্য জেলা হতে ২০২২-২০২৩ সালে জাতীয় শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্ত ডিএসবির ডিআইও-১ এস এম মোসাদ্দেকুল মওলা, এসআই (সশস্ত্র) মোঃ মিজানুর রহমান খান (পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত), কনস্টেবল মোঃ পিয়াস উদ্দিন এর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম ।
এসময় চট্টগ্রাম রেঞ্জ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ রেঞ্জাধীন ১১ জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions