বান্দরবান:- বান্দরবানের থানচি সড়কের জীবননগরে মালবাহী একটি ট্রাক ২ হাজার ফুট গভীর খাদে পড়ে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ৪ জন। তবে এখনো হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে থানচি উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানচি উপজেলা সদরে বিজিবি পরিচালিত সীমান্ত অবকাশ রিসোর্টের বিভিন্ন উন্নয়ন কাজের টাইস স্থাপন করার জন্য মালামাল নিয়ে শুক্রবার সন্ধ্যা ৫টায় গাড়ি চালকসহ মোট ৫ জন বান্দরবান সদর থেকে থানচির উদ্দেশ্যে রওনা দেন। পরে ট্রাকটি থানচি সড়কের জীবন নগর এলাকায় ২ হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ১ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়।
উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. ইসমাইল জানান, ট্রাকটি প্রায় ২ হাজার ফুট গভীর খাদে পড়ে হতাহতদের উদ্ধার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। গুরুতর আহতদের সাথে কথা বলা যাচ্ছে না। তাই এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি।