রাঙ্গামাটি: পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাঙ্গামাটিতে পর্যটক সমাগম বাড়ছে। ঈদের দ্বিতীয় দিনসহ দু’দিনে রাঙ্গামাটিতে প্রায় তিন হাজার পর্যটকের আগমন ঘটেছে।
জেলার পর্যটন স্পট পলওয়েল পার্ক, ঝুলন্ত সেতুতে পর্যটকদের সমাগম বেশি লক্ষ্য করা যাচ্ছে। সকালে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের সমাগম কম থাকলেও বিকেল হতে হতে এ সংখ্যা কয়েকগুণ বাড়ছে। সকাল থেকে রাঙ্গামাটিতে আকাশ মেঘলা ছিলো। গরমের তাপমাত্রা কিছুটা কম থাকায় পর্যটকরা স্বস্থি নিয়ে বেড়াতে পারছেন।
ঢাকা থেকে পলওয়েল পার্কে বেড়াতে আসা পর্যটক সুচীরিতা পারভিন বলেন, অনেকদিন পর রাঙ্গামাটিতে বেড়াতে এসেছি। বিয়ের আগে মা-বাবাকে নিয়ে এসেছিলাম। আজ স্বামী-সন্তান নিয়ে বেড়াতে এসেছি। অনেক ভাল লাগার জায়গা রাঙ্গামাটি। তাই আবারো ফিরে আসা এ শহরে।
সিরাজগঞ্জ থেকে বেড়াতে আসা পর্যটক ব্যবসায়ী আবুল কালাম বলেন, পাহাড়-নদী ভাল লাগে। তাই পরিবার নিয়ে ছুটে চলে আসলাম। তিনি আরও বলেন, আগামীকাল, সুবলং ঝরণা, কাপ্তাই হ্রদ ঘুরবো।
রাঙ্গামাটি হোটেল-মোটেল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, জেলা শহরের হোটেল- মোটেলগুলো প্রায় ষাট ভাগ বুকিং রয়েছে। বন্ধের বাকী দিনগুলোতে জেলায় পর্যটক সমাগম আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন তারা।
রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা বলেন, ঈদের টানা ছুটিতে গত দু’দিনে রাঙ্গামাটিতে প্রায় তিন হাজার পর্যটকের সমাগম ঘটেছে। আয়ও বেড়েছে বেশি। বন্ধের বাকী দিনগুলোতে আরও পর্যটক আসবে বলে প্রত্যাশার কথা জানাচ্ছেন তিনি। পার্বত্যনিউজ